ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটিতে থাকবেন ছাত্র প্রতিনিধি-ক্রীড়া সাংবাদিক

জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) কাজ পরিচালনার জন্য অ্যাডহক কমিটি গঠনের নির্দেশনা দিয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। জাতীয় ক্রীড়া পরিষদের সচিব আমিনুল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এমনটা জানা গেছে, বিভাগীয়, জেলা ও উপজেলা ক্রীড়া সংস্থায় আলাদা আলাদাভাবে ৭ সদস্যের কমিটি গঠন করতে হবে। পদাধিকারবলে বিভাগীয় ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির আহ্বায়ক হবেন বিভাগীয় কমিশনার। কমিটিতে ৫ জন থাকবেন সদস্য এবং একজন সদস্যসচিব। 

সদস্য হওয়ার ক্ষেত্রে সরাসরি ক্রীড়া সম্পৃক্ত ব্যক্তি থাকবেন দুইজন (খেলোয়াড়, কোচ, রেফারি), একজন থাকবেন ক্রীড়া সাংবাদিক, স্থানীয় প্রেক্ষাপটে সর্বজন শ্রদ্ধেয়, ক্রীড়ানুরাগী, সংগঠক ছাত্র প্রতিনিধিদের মধ্য থেকে বেছে নিতে হবে বাকি ২ সদস্য। যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক হবেন বিভাগীয় ক্রীড়া সংস্থার সদস্যসচিব। 

জেলা ক্রীড়া সংস্থার আহ্বায়ক হবেন জেলা প্রশাসক। বাকি ৫ সদস্যের ক্ষেত্রে বিভাগীয় সংস্থার মতোই একই নিয়ম বহাল থাকবে। তবে সদস্যসচিব হবেন জেলা ক্রীড়া কর্মকর্তা। উপজেলা ক্রীড়া সংস্থায় আহ্বায়ক উপজেলা নির্বাহী কর্মকর্তা। সদস্যসচিব উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা। 

এ ছাড়া বিশেষ সহযোগিতা বা পরামর্শের জন্য অ্যাডহক কমিটির সভায় যেকোনও ব্যক্তি বা কর্মকর্তা উপস্থিত থাকতে পারবেন। সভাপতির অনুমতিক্রমেই সেটি হবে। অ্যাডহক কমিটি গঠন করে উপজেলার প্রস্তাব নিজ নিজ জেলা প্রশাসকের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়।