Doctor attacked: ফের আক্রান্ত চিকিৎসক, হাসপাতালের মধ্যেই লেডি ডক্টরকে চুল ধরে মারল রোগী

আরজি করে তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনায় তোলপাড় হয়েছে গোটা দেশ। সেই ঘটনার প্রতিবাদে দোষীদের শাস্তি ও নিরাপত্তার দাবিতে আন্দোলনে সামিল হয়েছিলেন গোটা দেশের চিকিৎসকরা। এখনও কর্মবিরতি জারি রেখেছেন চিকিৎসকরা। ঠিক সেই আবহেই অন্ধ্রপ্রদেশের একটি হাসপাতালে আক্রান্ত হলেন এক মহিলা চিকিৎসক। চুলের মুঠি ধরে ওই চিকিৎসককে মারধর করার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে তিরুপতির শ্রী ভেঙ্কটেশ্বরা ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেসে (এসভিআইএমএস)। ঘটনাটি হাসপাতালের সিসিটিভির ক্যামেরায় ধরা পড়েছে।

আরও পড়ুন: চিকিৎসকের উপর পুলিশি জুলুমের প্রতিবাদ জানাল ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন

সিসিটিভি ফুটেজে (সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা) দেখা যাচ্ছে, ‘রোগী ভর্তি ওয়ার্ডেই এক রোগী ওই চিকিৎসককে তাড়া করেছেন। দৌড়াচ্ছেন ওই চিকিৎসক। তারপর রোগী ওই ডাক্তারের চুলের মুঠি ধরে ফেলে। হাসপাতালের বেডে স্টিলের ফ্রেমের সঙ্গে তার মাথায় আঘাত করতে দেখা যায়।তখন সেখানে অন্যান্য চিকিৎসক ও রোগীরাও ছিলেন। তাঁরা মহিলা চিকিৎসককে সাহায্যের জন্য ছুটে যান। দ্রুত তাঁরা আক্রান্ত চিকিৎসককে উদ্ধার করে রোগীকে তাঁর থেকে দূরে সরিয়ে দেন।ঘটনার সময় ডাক্তার আহত হন। তাতে চিকিৎসা করা হয় ওই মহিলা ডাক্তারের। তিনি বর্তমানে সুস্থ রয়েছেন।

তবে কী কারণে রোগী হঠাৎ এভাবে মহিলা চিকিৎসকের উপর হামলা চালালেন তা জানা যায়নি। তবে এই ঘটনার জেরে হাসপাতালের চিকিৎসকদের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে। ঘটনার পর হাসপাতালের চিকিৎসক এবং স্বাস্থ্য কর্মীরা নিরাপত্তার দাবিতে বিক্ষোভ করেন। এই ধরনের হিংসাত্মক ঘটনা থেকে চিকিৎসক, স্বাস্থ্যকর্মীদের রক্ষা করার জন্য উচ্চতর নিরাপত্তা এবং নীতি কার্যকরের প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছেন।

এই ঘটনায় দুঃখ ও ক্ষোভ প্রকাশ প্রকাশ করে হাসপাতালের জুনিয়র ডাক্তারদের সংগঠন বলেছে, কর্তৃপক্ষকে এই অপরাধে দোষীর বিরুদ্ধে অবিলম্বে এবং নিষ্পত্তিমূলক ব্যবস্থা নেওয়ার জন্য দাবি জানানো হয়েছে। পুঙ্খানুপুঙ্খ তদন্ত করা এবং ন্যায়বিচার হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি যাতে না হয় তা নিশ্চিত করার জন্য কর্তৃপক্ষকে নিরাপত্তা প্রোটোকল আরও উন্নত করার জন্য অনুরোধ করা হয়েছে।