Ladakh: নতুন পাঁচ জেলা হবে লাদাখে, বড় ঘোষণা শাহের

উন্নত ও সমৃদ্ধ লাদাখ গড়ার লক্ষ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক এবার লাদাখ নামে কেন্দ্রশাসিত অঞ্চলে পাঁচটি জেলা তৈরির সিদ্ধান্ত নিয়েছে। এক্স হ্যান্ডেলে সেই সিদ্ধান্তের কথা জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। 

কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখে পাঁচটি নতুন জেলা তৈরির সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক।

এক্স-এ একটি পোস্টে অমিত শাহ বলেছেন যে নতুন জেলা তৈরির ফলে প্রতিটি আনাচে-কানাচে প্রশাসনকে শক্তিশালী করে জনগণের জন্য বরাদ্দ সুবিধাগুলি তাদের দোরগোড়ায় পৌঁছে দেবে।

তিনি এই সিদ্ধান্তের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উন্নত ও সমৃদ্ধ লাদাখ গড়ে তোলার দৃষ্টিভঙ্গিকে কৃতিত্ব দিয়েছেন।

এই জেলাগুলি হল – জাংস্কার, দ্রাস, শাম, নুব্রা এবং চাংথাং।

উন্নত ও সমৃদ্ধ লাদাখ গড়তে নরেন্দ্র মোদীর দৃষ্টিভঙ্গি অনুসরণ করে স্বরাষ্ট্র মন্ত্রক কেন্দ্রশাসিত অঞ্চলে পাঁচটি নতুন জেলা তৈরির সিদ্ধান্ত নিয়েছে। জাংস্কার, দ্রাস, শাম, নুব্রা এবং চাংথাং-এর মতো নতুন জেলাগুলি প্রতিটি কোণায় প্রশাসনকে শক্তিশালী করে জনগণের দোরগোড়ায় পৌঁছে দেবে। মোদী সরকার লাদাখের মানুষের জন্য প্রচুর সুযোগ তৈরি করতে প্রতিশ্রুতিবদ্ধ।

 

লাদাখে বর্তমানে মাত্র দুটি জেলা রয়েছে- লেহ ও কার্গিল। উভয় জেলার নিজস্ব স্বায়ত্তশাসিত জেলা পরিষদ রয়েছে যা তাদের পরিচালনা করে। নতুন জেলা তৈরির পরে, লাদাখে মোট সাতটি জেলা থাকবে।

২০১৯ সাল পর্যন্ত লাদাখ পূর্বতন জম্মু ও কাশ্মীর রাজ্যের অংশ ছিল। কিন্তু ওই বছরই বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার রাজ্যটির বিশেষ মর্যাদা প্রত্যাহার করে নেয়। সরকার রাজ্যটিকে দুটি কেন্দ্রশাসিত অঞ্চলে বিভক্ত করেছে – জম্মু ও কাশ্মীর এবং লাদাখ।

বিশ্বের অন্যতম বিখ্যাত ভারতীয় পর্যটন কেন্দ্র হল এই লাদাখ। মোটরসাইকেল চেপেও অনেকে লাদাখে যান।  হাজার হাজার মোটরসাইকেল আরোহী বিশ্বের সবচেয়ে উঁচু রাস্তা দিয়ে পাহাড়ে যান। এই অঞ্চলের পূর্ব অংশে সাম্প্রতিক চিনা আগ্রাসনের জেরে লাদাখ কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ।