Ravindra Jadeja released from Duleep Trophy squad Mohammed Siraj Umran Malik unfit for first Round of matches

মুম্বই: ভারতীয় দলের তারকারা বর্তমানে সিংহভাগই ছুটি কাটাতে ব্যস্ত। শ্রীলঙ্কা সিরিজ়ের পর এক মাসেরও বেশি সময় ভারতের কোনও আন্তর্জাতিক ম্যাচ নেই। বাংলাদেশের বিরুদ্ধে ১৯ সেপ্টেম্বর থেকে শুরু হবে ভারতের টেস্ট সিরিজ়। ওই সিরিজ়ের মাধ্যমেই টিম ইন্ডিয়া আন্তর্জাতিক ময়দানে ফিরবে। তবে তার আগে দলীপ ট্রফিতে (Duleep Trophy) বেশিরভাগ ভারতীয় ক্রিকেটাররা অংশগ্রহণ করবেন। সেই টুর্নামেন্ট শুরুর আগেই বেশ কয়েকটি রদবদল ঘটানো হল।

৫ সেপ্টেম্বর থেকে দলীপ ট্রফির লড়াই শুরু হবে। সেই টুর্নামেন্টের জন্য় ৬০ ক্রিকেটারকে চারটি দলে ভাগ করা হয়েছে। টুর্নামেন্টে ভারতীয় নির্বাচকদের তরফে যে দলগুলি বাছাই করা হয়েছে তাতে তারকা ভারতীয় ক্রিকেটার রবীন্দ্র জাডেজা (Ravindra Jadeja) ছিলেন। তবে মঙ্গলবার, ২৭ অগাস্ট বিসিসিআইয়ের তরফে এক বিবৃতি দেওয়া হয়েছে। সেই বিবৃতিতে জাডেজাকে দলীপ ট্রফি দল থেকে ছেড়ে দেওয়ার কথা জানানো হয়েছে। যদিও জাডেজাকে কেন দল থেকে ছাড়া হয়েছে, সেই বিষয়ে বিসিসিআইয়ের তরফে কোনওকিছু জানানো হয়নি।

 

মহম্মদ সিরাজ (Mohammed Siraj) ও উমরন মালিকও দলীপ ট্রফির প্রথম রাউন্ডের ম্যাচে অংশগ্রহণ করতে পারবেন না বলে বোর্ডের তরফে জানিয়ে দেওয়া হয়েছে। সিরাজ ও উমরন, দুইজনেই শারীরিকভাবে অসুস্থ এবং দলীপ ট্রফির প্রথম রাউন্ডের ম্যাচের আগে দুইজনের কেউই সুস্থ হতে পারবেন না বলে বোর্ডের তরফে জানানো হয়েছে। ‘বি’ দলের হয়ে সিরাজের পরিবর্তে নভদীপ সাইনিকে সুযোগ দেওয়া হয়েছে। অপরদিকে, উমরনের পরিবর্তে ‘সি’ দলে সুযোগ পেয়েছেন গৌরব যাদব।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: টেস্ট ক্রিকেটে নিজের ভবিষ্যৎ নিয়ে বড় আপডেট দিলেন সূর্যকুমার যাদব 

আরও দেখুন