Suvendu Adhikari: ‘চাইলে আজ মমতার বাড়ি অবধি ঢুকে যেতে পারত…ভাইপো আপনি…’ ছোট্ট পরামর্শ দিলেন শুভেন্দু

একেবারে অরাজনৈতিক ব্যানারে আন্দোলন। নবান্ন অভিযান। ছাত্র সমাজের আন্দোলন। দফায় দফায় অশান্তি।

শুভেন্দু বলেন, আজকে তো মমতা ব্যানার্জিকে তাঁর গদিটা আপাতত টিকিয়ে দিল পুলিশ। বিজেপি বা আজকে যারা শুভ বুদ্ধি সম্পন্ন মানুষরা ছিলেন তারা চাইলে মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বাড়ি অবধি ঢুকে যেতে পারত। যে নীচের তলার পুলিশকর্মীরা আহত হয়েছেন তাদের প্রতি আমাদের পূর্ণ সহানুভূতি আছে। গ্যাস শেষ। জল কামানের জল শেষ। লাঠিচার্জ করতে করতে হাঁফিয়ে গিয়েছি। এই আন্দোলনে সেকু-মাকু বাদ দিয়ে অন্যান্য বিরোধীরা ছিলেন। তাঁরা চেয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্য়ায়ের ইস্তফাপত্রটি নিয়ে বাড়ি ফিরতে। তাঁদের কাছে অনুরোধ আপনারা বাড়ি ফিরে যান। 

শুভেন্দু বলেন, আমাদের রাজ্যের টিম লালবাজারের দিকে গিয়েছিলেন। কয়েকজনকে লালবাজারে রাখা হয়েছে। ৭০-৮০ জনকে ছাড়াতে পেরেছে। আমাদের লিগাল টিমের হেল্পলাইন আমরা জানিয়েছি। আমাদের আন্দোলন আরও ব্যপ্তি পাবে। 

শুভেন্দু বলেন, বাংলা বনধের ডাক দেওয়া হয়েছে। এই বনধ শান্তিপূর্ণ হবে। সাধারণ মানুষের অংশগ্রহণের মধ্য দিয়ে এই বনধ শান্তিপূর্ণ হবে। বনধ আমরা সুনিশ্চিত করব। আমরা মনে করি সুপ্রিম কোর্টের রায়কেও চ্যালেঞ্জ জানিয়েছে রাজ্য সরকার। প্রায় ১৩-১৪ হাজার পুলিশকে নামানো হয়েছে হীরকরানিকে বাঁচানোর জন্য। তিনি মঙ্গল আর বৃহস্পতিবার বাদ দিয়ে কোনওদিন নবান্ন আসেন না। একটার আগে আসেন না। আজ লুকিয়ে চুরিয়ে ঢোকানো হয়েছে। আজ শরৎ চ্যাটার্জি রোড দিয়ে গিয়ে মানুষ তার পরেও নবান্নর সমানে মানুষ বলেছেন দফা এক দাবি এক মুখ্য়মন্ত্রীর পদত্যাগ। তাঁরা বলে এসেছেন। আগামীকালের বনধকে সফল করার আহ্বান জানাচ্ছি। আজ যারা আহত হয়েছেন সকলের চিকিৎসার দায়িত্ব নিয়েছে বিজেপি। 

শুভেন্দু বলেন, সকলেই মমতার পদত্যাগটা হাতে নিয়ে ফিরতে চান। এটা এদিন কিছুই হয়নি। এটা ট্রেলার। সিনেমা বাকি রয়েছে। সিপিএমের লাগাতার কুৎসার পরে মানুষ বুঝেছেন  তারা তৃণমূলের অক্সিজেন সিলিন্ডার। আমাদের আদর্শের বিরুদ্ধে তারা প্রচার করেছে। এটা প্রমাণিত হয়েছে পশ্চিমবঙ্গের মানুষ এবার ফলাফল চাইছেন। ১৪ তারিখে হামলা করতে পাঠানো হয়েছিল মমতার নির্দেশে। ফিরহাদ হাকিমের নির্দেশে। পিসি-ভাইপোকে ভারতীয় ন্যায় সংহিতটা ভালো করে পড়ুন। পশ্চিমবঙ্গে ফাস্ট ট্র্যাক কোর্ট চালু করেনি সরকার। কেন্দ্রীয় মন্ত্রী মুখের মতো জবাব দিয়েছেন। ভাইপোকে বলব একটা বিএনএসের বই কিনে পড়ুন। ভারতীয় জনতা পার্টি মাতৃশক্তিকে মা রুপে পুজো করে।