ভেঙে দেওয়া হলো ইউসিবি ব্যাংকের পর্ষদ, নতুন বোর্ড গঠন

বেসরকারি ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবি) পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়া হয়েছে। একইসঙ্গে নতুন বোর্ড গঠন করে দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

মঙ্গলবার (২৭ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের এক আদেশে পর্ষদ বাতিল করা হয়। একইসঙ্গে দুই শেয়ার হোল্ডার পরিচালকসহ তিন জন স্বতন্ত্র পরিচালক নিয়োগ দেওয়া হয়েছে।

একই দিন ব্যাংকটির (ইউসিবি) পরিচালনা পর্ষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন ইউসিবির স্বতন্ত্র পরিচালক ড. অপরূপ চৌধুরী। এছাড়া এক্সিকিউটিভ কমিটি চেয়ারম্যান হয়েছেন বশির আহমেদ।

এদিকে এ দিন ব্যাংকটির প্রধান কার্যালয়ে পরিচালনা পর্ষদের সভায় সর্বসম্মতিক্রমে চেয়ারম্যান ও এক্সিকিউটিভ কমিটি চেয়ারম্যান নির্বাচিত হয়। ব্যাংকের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।

ড. অপরূপ চৌধুরী বাংলাদেশ সরকারের সাবেক সচিব হিসেবে দায়িত্বরত ছিলেন।