গোধূলী ও তূর্ণা ট্রেনের ক্যাটারিং সার্ভিস স্থগিত

বিনা টিকেটের যাত্রী উঠিয়ে টাকা নেওয়ার কারণে মহানগর গোধূলী ও তূর্ণা ট্রেনের ক্যাটারিং সার্ভিসের কার্যক্রম স্থগিত করেছে বাংলাদেশ রেলওয়ে।

বুধবার (২৮ আগস্ট) রাতে বাংলা ট্রিবিউনকে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন রেলওয়ের পরিচালক (জনসংযোগ) নাহিদ হাসান খান।

মহানগর গোধূলী ও তূর্ণা ট্রেন ঢাকা ও চট্টগ্রাম রুটে চলাচল করে থাকে।

সাম্প্রতিক বৈষম্যবিরোধী আন্দোলনের সময় সহিংসতার জেরে দীর্ঘ ২৮ দিন বন্ধ থাকার পর গত ১৫ আগস্ট থেকে আন্তঃনগর ট্রেন চলাচল শুরু হয়। তার আগে গত ১৩ আগস্ট থেকে মেইল, এক্সপ্রেস, লোকাল ও কমিউটার ট্রেন চলাচল শুরু হয়। আর মালবাহী ট্রেন চলাচল শুরু হয়, তার এক দিন আগে ১২ আগস্ট থেকে।

প্রসঙ্গত, গত ১৮ জুলাই থেকে ট্রেন চলাচল অনেকাংশে বন্ধ হয়েছিল। কারফিউ জারির পর ১৯ জুলাই থেকে ট্রেন চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়। এর মধ্যে গত ১ থেকে ৩ আগস্ট পর্যন্ত সীমিত পরিসরে কমিউটার ট্রেন চললেও ৪ আগস্ট রাতে সব ধরনের ট্রেন চলাচল বন্ধ ঘোষণা করে রেলওয়ে।