বন্যার্তদের জন্য শিবিরের ফ্রি মেডিক্যাল ক্যাম্প

ফেনী শহরের ফরহাদনগর ইউনিয়ন ও লেমুয়া ইউনিয়নের বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকায় ফুডপ্যাক উপহার প্রদান, ফ্রি মেডিক্যাল ক্যাম্প ও আশ্রয়কেন্দ্র পরিদর্শন করেন ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল জাহিদুল ইসলাম।

বুধবার (২৮ আগস্ট) ফেনী শহর শাখা বন্যাদুগর্ত এলাকায় ত্রাণ কার্যক্রম পরিদর্শন করতে যান তিনি। এ সময় তার সঙ্গে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় স্কুল সম্পাদক সফিউল্লাহ, কেন্দ্রীয় আইন সম্পাদক আব্দুল্লাহ আল নোমান ও স্থানীয় নেতারা।

সেক্রেটারি জেনারেল জাহিদুল ইসলাম ফরহাদনগর ইউনিয়নের বন্যাকবলিত এলাকায় ফুডপ্যাক উপহার দেন এবং লেমুয়া ইউনিয়নে ফ্রি মেডিক্যাল ক্যাম্প পরিদর্শন করেন। এ সময় তিনি বন্যার্তদের সঙ্গে কথা বলেন, তাদের অবস্থার বিস্তারিত খোঁজ-খবর নেন এবং প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দেন।

প্রসঙ্গত, জামায়াত ও দলটির অঙ্গ সংগঠন ছাত্রশিবিরসহ এর সব অঙ্গসংগঠনকে রাজনৈতিক দল ও সংগঠন হিসেবে নিষিদ্ধ ঘোষণা করে বিগত সরকারের জারি করা প্রজ্ঞাপন বাতিল করা হয়েছে। আজ বুধবার (২৮ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. আব্দুল মোমেনের সই করা এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়।