Bangla Bandh LIVE: বাংলা বনধে সকাল থেকে রেল অবরোধ, বাসের সামনে বসে পড়লেন ২ বিধায়ক

আরজি কর হাসপাতালে নৃশংস ভাবে ধর্ষণ ও খুন করা হয় এক চিকিৎসককে। সেই ঘটনার প্রতিবাদেই গতকাল নবান্ন অভিযানের ডাক দিয়েছিল ‘পশ্চিমবঙ্গ ছাত্রসমাজ’। সেই কর্মসূচি ঘিরে কলকাতা এবং হাওড়ায় ধুন্ধুমার কাণ্ড বেঁধেছিল। আর তার জেরে আজকে ১২ ঘণ্টার বাংলা বনধের ডাক দিয়েছে বিজেপি। বনধ সংক্রান্ত যাবতীয় লাইভ আপডেট জানুন হিন্দুস্তান টাইমস বাংলার লাইভ ব্লগে। 

28 Aug 2024, 07:54:08 AM IST

TMCP-র প্রতিষ্ঠা দিবসে আরজি করের নির্যাতিতা নিয়ে বার্তা মমতার

সোশ্যাল মিডিয়া বার্তায় মমতা বন্দ্যোপাধ্যায় আজ লেখেন, ‘আজ তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসটিকে আমি উৎসর্গ করছি আমাদের সেই বোনটিকে, যাঁকে আমরা কয়েক দিন আগে আর জি কর হাসপাতালে মর্মান্তিকভাবে হারিয়ে শোকাহত।’ 

28 Aug 2024, 07:51:57 AM IST

বাসের সামনে বসলেন দুই বিজেপি বিধায়ক

আজকের বনধ সফল করতে রাস্তা অবরোধ দুই বিজেপি বিধায়কের। কোচবিহার উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার কেন্দ্রীয় বাস টার্মিনাসের সামনে বসে বাস আটকে দেন বিজেপির দুই বিধায়ক মালতী রাভা রায় এবং নিখিল রঞ্জন দে। পরে তাঁদের আটক করে পুলিশ। সেখানে আন্দোলন করা বাকি বিজেপি কর্মীদেরও আটক করে পুলিশ।

28 Aug 2024, 07:51:57 AM IST

বনগাঁ শাখায় স্তব্ধ লোকাল পরিষেবা 

বনগাঁয় বিজেপির পতাকা নিয়ে রেললাইনে নেমে পড়েন অনেকে। সেখানে রেল অবরোধে অংশ নিয়েছেন বিজেপি বিধায়ক অশোক কীর্ত্তনিয়া নিজেও। এর জেরে বিপর্যস্ত হয়েছে শিয়ালদা-বনগাঁ শাখার লোকাল ট্রেন চলাচল। স্টেশনে স্টেশনে অফিস যাত্রীদের ভিড় এর জেরে ক্রমেই বাড়ছে।

28 Aug 2024, 07:51:57 AM IST

লক্ষ্মীকান্তপুর লাইনে রেল অবরোধ

বিজেপির বাংলা বনধকে সফল করতে রেল অবরোধ শিয়ালদা দক্ষিণ শাখার লক্ষ্মীকান্তপুর লাইনে। রেললাইনের ওভারহেড তারে কলাপাতা দিয়ে ট্রেন চলাচল বন্ধ করা হয়েছে। রিপোর্ট অনুযায়ী, গোচরণ স্টেশনের আপ লাইনে রেলের ওভারহেড তারে কলাপাতা দেওয়ার কারণে আপ ট্রেন চলাচল বন্ধ। এর জেরে গোচরণ, ধপধপি সহ বিভিন্ন স্টেশনে ট্রেন দাঁড়িয়ে পড়েছে।