Bangladesh journalist:ঢাকায় লেকে থেকে উদ্ধার বাংলাদেশি সাংবাদিকের দেহ! মৃত্যুর আগে FB পোস্টে কোন বার্তা?সরব হাসিনা-পুত্র

বাংলাদেশের গাজি টিভির এডিটর সারাহ রেহনুমার মৃত্যু ঘিরে নতুন করে সেদেশে চাঞ্চল্য তৈরি হয়েছে। সদ্য বাংলাদেশ দেখেছে এক রাজনৈতিক তোলপাড়। সেখানে ছাত্র-গণ আন্দোলন ঘিরে পদচ্যূতি হয় হাসিনা সরকারের। এরপরও অশান্তির আঁচ বেশ কিছুদিন ধরে চলে। এদিকে, এরই মাঝে সদ্য বাংলাদেশের ঢাকায় একটি লেক থেকে উদ্ধার হয়েছে এই মহিলা সাংবাদিকের দেহ। যা ঘিরে নানান প্রশ্ন উঠছে।

বাংলাদেশের গাজি টিভির সংস্থায় সম্পাদনা ডেস্কে কর্মরত ছিলেন সারাহ রেহনুমা। সদ্য ঢাকায় হাতির ঝিল লেক থেকে তাঁর দেহ উদ্ধার হয়েছে। জানা গিয়েছে, হাতির ঝিল লেকে ভাসমান অবস্থায় সারা রেহনুমার দেহ পাওয়া গিয়েছে। সারার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন বাচ্চু মিঞা। তিনি ঢাকা মেডিক্যাল কলেজের পুলিশের আউটপোস্টের দয়িত্বে রয়েছেন। তিনি নিশ্চিত করেছেন এই দেহ উদ্ধারের ঘটনা। ঝিলে দেহ ভাসতে দেখে স্থানীয়রাই সেই দেহ উদ্ধার করেন। এরপর সেই দেহ নিয়ে যাওয়া হয় ঢাকা মেডিক্যাল কলেজে। সেখানে চিকিৎসককে মৃত বলে ঘোষণা করা হয়। মৃত্যুর আগে, ফেসবুকে সারার শেষ পোস্ট বেশ কিছুটা জল্পনা তৈরি করেছে। সেখানে তিনি লেখেন,’ তোমার মতো একজন বন্ধু পাওয়া দারুন ব্যাপার। ভগবান তোমার মঙ্গল করুন। আশা করব তুমি তোমার সব স্বপ্ন পূরণ করবে। আমি জানি আমাদের অনেক পরিকল্পনা ছিল একসঙ্গে। দুঃখিত আমি এই পরিকল্পনা পূরণ করতে পারলাম না। ভগবান তোমায় আশীর্বাদ করুন জীবনের সব দিক থেকে।’ এই ফেসবুক পোস্টের কিছুদিন আগে, সারা লেখেন, ‘ জীবন্মৃত হয়ে থাকার চেয়ে যাওয়াই ভালো।’ সারার স্বামী সইদ শুভ্র জানিয়েছেন, ঘটনার আগে সারা কাজে গিয়েছিলেন। কিন্তু বাড়ি ফেরেননি। রাত ৩ টে নাগাদ খবর পাওয়া যায় যে সারা ওই লেকে ঝাঁপ দিয়েছেন। 

(Mamata Banerjee on RG Kar Protest: ‘এখনও ধৈর্য ধরছি, কিন্তু সহ্যের সীমা ছাড়িয়ে গেলে.. ‘, সুর চড়ালেন মমতা)

সারার মৃত্যুর তদন্তে নেমেছে পুলিশ। এদিকে, বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজিক সারার মৃত্যু নিয়ে ক্ষোভে ফুঁসে ওঠেন। সজীবের দাবি এই মৃত্যু, বাক স্বাধীনতার ওপর হামলা। তাঁর দাবি, কিছুদিন আগেই, গাজি টিভির কর্তা গোলাম দস্তগিরকে গ্রফতার করা হয়েছে। এদিকে, সেই সংস্থারই কর্মী সারা। সারার মৃত্যু ঘিরে উঠছে নানান প্রশ্ন। সজীব তাঁর পোস্টে লেখেন,’গাজf টিভির নিউজরুম এডিটর রহমান সারা গাজীকে মৃত অবস্থায় পাওয়া গেছে। ঢাকার হাতিরঝিল লেক থেকে তার লাশ উদ্ধার করা হয়। বাংলাদেশে মতপ্রকাশের স্বাধীনতার ওপর এটি আরেকটি নৃশংস হামলা। গাজী টিভি হল একটি ধর্মনিরপেক্ষ সংবাদ চ্যানেল যার মালিক গোলাম দস্তগীর গাজী সম্প্রতি গ্রেফতার হয়েছেন।’