ICC Ranking Babar Azam slips down Rohit Sharma Virat Kohli batters ranking ICC update

দুবাই: বাংলাদেশের বিরুদ্ধে হারের ক্ষত আরও বাড়ল পাকিস্তান শিবিরে। কারণ, আইসিসি ব্যাটারদের ব়্যাঙ্কিংয়ে এক ধাক্কায় ৬ ধাপ পিছিয়ে পড়লেন বাবর আজম (Babar Azam)। টেস্টে ব্যাটারদের তালিকায় তিন নম্বরে ছিলেন বাবর। তবে রাওয়ালপিণ্ডিতে বাংলাদেশের কাছে প্রথম টেস্টে হারের ধাক্কায় আরও ৬ ধাপ নীচে নেমে গেলেন। ব্যাটারদের ব়্যাঙ্কিংয়ে বাবর এখন রয়েছেন ৯ নম্বরে। সতীর্থ মহম্মদ রিজওয়ান (Mohammad Rizwan) আছেন তাঁর ঠিক পিছনে। রিজওয়ান রয়েছেন ১০ নম্বরে। 

ব়্যাঙ্কিংয়ে বাবরের নীচে নেমে যাওয়ায় সুবিধা হল ভারতীয় ব্যাটারদের। টেস্টে ব্যাটারদের ব়্যাঙ্কিংয়ে প্রথম দশে রয়েছেন ভারতের তিন তারকা। রোহিত শর্মা রয়েছেন ৬ নম্বরে। যশস্বী জয়সওয়াল এক ধাপ উঠে রয়েছেন সাত নম্বরে। বিরাট কোহলি এক লাফে দু ধাপ উঠে এসেছেন। তিনি রয়েছেন ৮ নম্বরে। প্রথম দশে থাকা ব্যাটারদের মধ্যে ইংল্যান্ডের হ্যারি ব্রুক এক লাফে ৩ ধাপ উঠে এসেছেন। তিনি রয়েছেন চার নম্বরে। জো রুট, কেন উইলিয়ামসন ও ডারিল মিচেলের পর।

বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজের প্রথম ম্যাচে ব্যাট হাতে নজর কাড়তে ব্যর্থ বাবর। ২০২২ সালে করাচিতে বক্সিং ডে টেস্টের পর থেকে আর টেস্ট সেঞ্চুরি পাননি বাবর। শ্রীলঙ্কা ও বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজে খেললেও একটা হাফসেঞ্চুরিও পাননি তিনি। ক্রিকেটের সব ধরনের ফর্ম্যাটে ব্যর্থতার জন্য দেশে বিদেশে প্রবল সমালোচনার মুখে পড়ছেন বাবর। তবে পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান মহসিন নাকভি (Mohsin Naqvi) জানিয়েছেন, বাবরের জায়গা নেওয়ার মতো বিকল্প তাঁদের হাতে নেই।

আইসিসি বুধবার বিবৃতি দিয়ে জানিয়েছে, রাওয়ালপিণ্ডিতে বাংলাদেশের বিরুদ্ধে ব্যর্থতার পর যুগ্মভাবে তৃতীয় স্থান থেকে ৯ নম্বরে নেমে গিয়েছেন বাবর আজম। যেখানে তাঁর সতীর্থ মহম্মদ রিজওয়ান এক লাফে সাত ধাপ উঠে প্রবেশ করেছেন প্রথম দশে। কেরিয়ারে প্রথমবার যুগ্মভাবে ১০ নম্বরে রয়েছেন রিজওয়ান।

 

রাওয়ালপিণ্ডিতে বাংলাদেশের জার্সিতে ১৯১ রানের দুরন্ত ইনিংস খেলা মুশফিকুর রহিম সাত ধাপ উঠে এসেছেন। তিনি রয়েছেন ১৭ নম্বরে।

আরও দেখুন