ipl 2025 zaheer khan appointed as new mentor for lucknow super giants

মুম্বই: আইপিএলে (IPL 2024) লখনউ সুপারজায়ান্টসের (Lucknow Super Giants) মেন্টর হলেন জাহির খান (Zaheer Khan)। বুধবারই লখনউ সুপারজায়ান্টস ফ্র্যাঞ্চইজির তরফে সোশ্য়াল মিডিয়ায় জাহির খানের মেন্টর হিসেবে যুক্ত হওয়ার খবরে সিলমোহর দেওয়া হয়েছে। ২০১১ সালে বিশ্বকাপজয়ী ভারতীয় দলের সদস্য জাহির এর আগে ক্রিকেট ছাড়ার পর আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্স শিবিরের সঙ্গে যুক্ত ছিলেন। 

উল্লেখ্য,  ২০২৩ সালের আইপিএলের পর গৌতম গম্ভীর লখনউ সুপার জায়ান্টস ছেড়ে দেন। তিনি মেন্টর হিসাবে দায়িত্ব নেন কলকাতা নাইট রাইডার্সের। তারপর থেকে আর কোনও মেন্টর দেখা যায়নি লখনউ সুপার জায়ান্টসে। তার পর দল ছেড়ে গিয়েছেন মর্নি মর্কেলও। এমনকী গম্ভীর ভারতের কোচ হওয়ার পর মনে করা হয়েছিল জাহির খানকে বোলিং কোচ হিসেবে দেখা যেতে পারে। কিন্তু শেষ পর্যন্ত লখনউ সুপারজায়ান্টসের মেন্টর হিসেবে যোগ দিচ্ছেন বাঁহাতি এই প্রাক্তন পেসার।

 


উল্লেখ্য, ২০২২ সাল পর্যন্ত আইপিএলে জাহির মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে যুক্ত ছিলেন। এবার লখনউ সুপারজায়ান্টসের মেন্টর হওয়ার পর ফের আইপিএলে ফিরতে চলেছেন বিশ্বকাপজয়ী প্রাক্তন বাঁহাতি ভারতীয় পেসার। আইপিএলে বিভিন্ন দলে খেলেছেন জাহির। নিজে ১০০ ম্য়াচে ১০২ উইকেট নিয়েছেন। খেলেছেন আরসিবি, দিল্লি, মুম্বই ফ্র্যাঞ্চাইজির হয়ে।  বুধবার কেকেআরের শহর থেকেই লখনউ সুপার জায়ান্টস বড়সড় ঘোষণা করেছিল। বুধবার দুপুর ২টোয় সাংবাদিক বৈঠক ডেকেছেন লখনউ সুপার জায়ান্টসের মালিক সঞ্জীব গোয়েঙ্কা। বলা হয়েছে, আইপিএল সম্পর্কিত আপডেট দেওয়া হবে।

দক্ষিণ আফ্রিকার প্রাক্তন ফাস্টবোলার মর্নি মর্কেল লখনউ দলের বোলিং কোচের দায়িত্ব ছেড়েছেন। তিনি এখন ভারতের জাতীয় দলের বোলিং কোচ। শোনা যাচ্ছে, গম্ভীরের কথাতেই মর্কেলকে নিয়োগ করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। লখনউ সুপার জায়ান্টসের এই মুহূর্তে কোনও বোলিং কোচ নেই। জাহির দায়িত্ব নিলে তিনি শুধু মেন্টর হিসাবে নয়, দলের বোলিং কোচ হিসাবেও নিযুক্ত হতে পারেন। 

 


আরও দেখুন