US Open 2024: প্রথম রাউন্ডে হেসেখেলে জিতে যুক্তরাষ্ট্র ওপেন অভিযান শুরু জোকার, আলকারাজের

<p style="text-align: justify;"><strong>যুক্তরাষ্ট্র:</strong> জয় দিয়ে যুক্তরাষ্ট্র ওপেন অভিযান শুরু করলেন নোভাক জকোভিচ ও কার্লোস আলকারাজ। প্রথম রাউন্ডের ম্য়াচে মঙ্গলবার নোভাক জকোভিচ তিন সেটের খেলার হারিয়ে দেয় স্পেনের রাডু অ্যালবটকে। খেলার ফল সার্বিয়ান তারকার পক্ষে ৬-২, ৬-২, ৬-৪। প্যারিস অলিম্পিক্সে সোনা জিতেছিলেন। প্রথমবার অলিম্পিক্সে সোনা জয়ের ফর্মই ধরে রাখলেন আর্থার অ্যাশ এরিনাতেও। প্রথম দুই সেটে জোকার একেবারেই দাঁড়াতে দেননি স্প্যানিশ প্রতিদ্বন্দ্বীকে। তৃতীয় সেটে কিছুটা লড়াই করার চেষ্টা করলেও রাডুর পক্ষে ২৪ গ্র্যান্ডস্লামের মালিককে টেক্কা দেওয়া একেবারেই সহজ ছিল না।</p>
<p style="text-align: justify;">উইম্বলডনে ফাইনালে স্বপ্নভঙ্গ হয়েছিল। ২৫ তম গ্র্যান্ডস্লামের অপেক্ষার ব্যবধানটা বেড়েই চলেছে ক্রমাগত। যুক্তরাষ্ট্র ওপেনে নামার আগে সাংবাদিক বৈঠকে জোকার বলেছিলেন, ”অনেকেই আমাকে প্রশ্ন করেন যে আমার টেনিস থেকে কি সব পাওয়া হয়ে গিয়েছে? এরপরও কিছু লক্ষ্য রেখেছি কিনা কেরিয়ারের জন্য। আমি শুধু এটুকুই বলব, আমার মধ্যে ক্ষিদে আছে। আমি আরও ইতিহাস তৈরি করতে চাই। টেনিসকে আরও উপভোগ করতে চাই আমি। প্রথম দিন থেকেই আমি যে কোনও টুর্নামেন্টের ফাইনালে উঠতে চেয়েছি ও খেতাব জিততে চেয়েছি। এই টুর্নামেন্টেও তার ব্য়ক্তিক্রম হবে না। ফাইনালে উঠতে চাই। খেতাব জিততে চাই। ২৫ তম গ্র্যান্ডস্লাম জিততে চাই।”</p>