‘কাউকে না কাউকে তো এর দায়িত্ব নিতে হবে, সেটা মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক করুন’

রাজ্যের রাজধানীতে সরকারি হাসপাতালে অন ডিউটি সরকারি চিকিৎসক ধর্ষিতা হলেন, এর দায়িত্ব নেবে কে? প্রশ্ন তুললেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। বুধবার বিকেলে এক সাংবাদিক বৈঠকে সুকান্তবাবু প্রশ্ন তোলেন, রাজ্য কেন ফাস্ট ট্র্যাক কোর্টের পরিকাঠামো বানাতে ব্যর্থ হল তার জবাব দিতে হবে মমতা বন্দ্যোপাধ্যায়কে।

আরও পড়ুন – ১০০ পার্সেন্ট মিথ্যে বলেছেন’ পুলিশের মহিলা DC, বিস্ফোরক RG করের চিকিৎসকের বাবা

পড়তে থাকুন – চাইলে আজ মমতার বাড়ি অবধি ঢুকে যেতে পারত…ভাইপো আপনি…ছোট্ট পরামর্শ দিলেন শুভেন্দু

 

এদিন সুকান্তবাবু বলেন, ‘আরজি করের ঘটনার সঙ্গে অন্য ঘটনার তুলনা চলে না। আরজি করের ঘটনা আমাদের সিস্টেমের ওপর প্রশ্ন তুলে দিচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সিস্টেমের ওপর প্রশ্ন তুলে দিচ্ছে। পুরোটা সরকারি। সরকারি ডিউটিতে থাকা অবস্থায় রাজ্যের রাজধানীতে সরকারি হাসপাতালে ধর্ষণের ঘটনা ঘটেছে। এতে স্পষ্ট হয় রাজ্যে আইন-শৃঙ্খলা ভেঙে পড়েছে। আর কাউকে না কাউকে তার দায়িত্ব নিতেই হবে। মুখ্যমন্ত্রী বলুন, কে দায়িত্ব নেবেন। আপনি স্বরাষ্ট্রমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী। আপনি নেবেন, না আপনার পুলিশ সুপার না ডিজি নেবে সেটা আপনাকে ঠিক করতে হবে। এটা বলা চলে না, আমরা শাস্তি চাই। কীসের শাস্তি চাই? কিন্তু ঘটনা ঘটল কেন, তার জবাব দেবেন না আপনি? লজ্জা করে না আপনার?’

আরও পড়ুন – উড়ে গেল বাড়ির চাল, উপড়ে গেল গাছ, মাত্র ১০ মিনিটের ঝড়ে লন্ডভন্ড হাওড়ার গ্রাম

রাজ্য সরকার ফাস্ট ট্র্যাক কোর্টের পরিকাঠামো তৈরি করতে ব্যর্থ বলে দাবি করে সুকান্তবাবু বলেন, ‘রাজ্য ফাস্ট ট্র্যাক কোর্টের পরিকাঠামো তৈরি হচ্ছে না কেন? ২০ হাজার মামলা জমে রয়েছে। আপনি মুখ্যমন্ত্রী, আপনি পরিকাঠামো তৈরি করতে পারছেন না আর মানুষকে বোকা বানাচ্ছেন? আপনার বাড়ির লোকও জানেন আপনি কী জিনিস। লাল চুল, কানে দুলরাই বোকা হবে। আর কেউ হবে না।’