গুজরাটে বন্যায় ২৮ জনের মৃত্যু, বাস্তুচ্যুত হাজারো মানুষ

ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য গুজরাটে টানা ভারী বৃষ্টির কারণে সৃষ্ট ব্যাপক বন্যায় অন্তত ২৮ জনের মৃত্যু হয়েছে। ২৪ হাজারেরও বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

বন্যার পানিতে কয়েকটি নদী ও জলাধার বিপদসীমা ছাড়িয়ে গেছে বলে জানিয়েছেন কর্মকর্তারা। সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে ভারতীয় সেনাবাহিনী ও জাতীয় দুর্যোগ মোকাবিলা দল ত্রাণ ও উদ্ধার কার্যক্রম পরিচালনা করছে।

বন্যার কারণে রাজ্যের বিভিন্ন অঞ্চলে পরিবহন ব্যবস্থা ব্যাহত হয়েছে এবং বুধবার ৪৮টি ট্রেন বাতিল করা হয়েছে। সাউরাষ্ট্র অঞ্চলের গ্রাম ও শহরগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, যেখানে প্রায় ৪৮ ঘণ্টা ধরে একটানা বৃষ্টি হয়েছে।

আবহাওয়া বিভাগ জানিয়েছে, আগামী কয়েকদিন ভারী বৃষ্টি অব্যাহত থাকতে পারে, যা রাজ্যটিকে আরও বিপর্যয়ের দিকে নিয়ে যেতে পারে।

প্রতিবছরই বর্ষা মৌসুমে গুজরাটে বন্যার প্রকোপ দেখা দেয়। ২০১৭ সালে টানা বৃষ্টিতে সৃষ্ট বন্যায় ২০০ জনেরও বেশি মানুষ মারা গিয়েছিল।

সরকারি এক প্রতিবেদনে বলা হয়েছে, গুজরাটের অনেক অঞ্চলই বন্যাপ্রবণ, কারণ প্রধান নদীগুলো সমুদ্রের দিকে যাওয়ার পথে প্রশস্ত এবং সমতল এলাকাগুলো অতিক্রম করে।

ছবিতে দেখা গেছে, বন্যায় রাস্তা ও নদীগুলো প্লাবিত হয়েছে। কিছু জায়গায় হেলিকপ্টার দিয়ে আটকে পড়া মানুষদের উদ্ধার করতে হয়েছে।

গুজরাটের কৃষকরা বিবিসি কে জানিয়েছেন, এই বৃষ্টিতে তুলা ও বাদামসহ বিভিন্ন ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে।

আবহাওয়া বিশেষজ্ঞরা আশা করছেন, ১ সেপ্টেম্বরের মধ্যে আরব সাগরে গভীর নিম্নচাপ পাকিস্তানের দিকে সরে যাবে। এতে করে ভারী বৃষ্টিপাত কমতে শুরু করবে।