Gujarat hit with flood like situation due to incessant rain Indian cricketer Radha Yadav gets rescued

বঢোদরা: বিগত কয়েকদিন ধরে টানা বৃষ্টি, আর তার জেরেই চূড়ান্ত দুর্ভোগ। গুজরাতের একাধিক এলাকা বিগত কয়েকদিনের বৃষ্টিতে জলের তলায়। বন্যা পরিস্থিতির (Gujarat Flood) সৃষ্টি হয়েছে। বঢ়োদরা বৃষ্টি খানিকটা থামলেও নীচু এলাকাগুলিতে জল থই থই করছে। বিশ্বমিত্রী নদীর জল উপচে পড়াতেই এই দুর্যোগ। এতেই আটকে পড়েছিলেন রাধা যাদব (Radha Yadav)।

ভারতীয় মহিলা ক্রিকেট দলের অবিচ্ছেদ্য অঙ্গ রাধা। জাতীয় দলের হয়ে নিয়মিত খেলেন তিনি। সেই তারকা ক্রিকেটারই গুজরাতের এহেন পরিস্থিতিতে চরম দুর্ভোগের শিকার হয়েছিলেন। তবে অবশেষে তাঁকে রক্ষা করা হল। ন্যাশনাল ডিজ়াস্টার রেসপন্স ফোর্স রাধা এবং তাঁর পরিবারকে উদ্ধার করতে সমর্থ হয়েছে। নিজের সোশ্যাল মিডিয়া মারফৎ ভারতীয় তারকা ক্রিকেটার নিজেই সেকথা জানান।

নিজের সোশ্যাল মিডিয়ায় বর্তমান পরিস্থিতি সকলের সামনে তুলে ধরেন তিনি। পাশাপাশি এমন পরিস্থিতিতে তাঁদের উদ্ধার করার জন্য এনডিআরএফকে ধন্যবাদও জানান রাধা। তিনি নিজের স্টোরিতে ভিডিও পোস্ট করে ক্যাপশনে লেখেন, ‘আমরা খুব খারাপ পরিস্থিতির মধ্যে আটকে গিয়েছিলাম। আমাদের এই পরিস্থিতি থেকে রক্ষা করার জন্য এনডিআরকে অসংখ্য ধন্যবাদ।’ এর পাশাপাশি বঢ়োদরা ফায়ার ব্রিগেডকেও কৃতজ্ঞতা জানান তিনি। ‘ভিএমএস এবং বঢ়োদরা ফায়ার ব্রিগেডকে আমাদের খাবার এবং প্রয়োজনীয় দ্রব্যাদি পৌঁছে দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। এই পরিস্থিতিতে যেখানে এখানে কেউ আসতেই পারছেন না, সেখানে এই লোকেরা আমাদের সবরকমভাবে সাহায্য করেছেন। অনেক ধন্যবাদ।’

রাধার পোস্ট করা ভিডিওতে চারিদিক জলমগ্ন দেখা যাচ্ছে। তাঁদের কোনওরকমে এক লাইভবোট করে তুলে নিয়ে অন্যত্র নিয়ে যাওয়া হয়। রাধার পাশাপাশি এখনও পর্যন্ত আরও ১৮ হাজার মানুষকে উদ্ধার করা হয়েছে। ইতিমধ্যেই ২৮ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। বৃষ্টি জারি থাকায় উদ্ধারকাজও ব্যাহত হচ্ছে। বন্যার গ্রাসে গিয়েছে গুজরাতের ১১ জেলা। তবে বৃষ্টি থামার নাম নেই। আজও গুজরাতের একাধিক জেলায় ভারী বৃষ্টির সতর্কবার্তা রয়েছে।

গুজরাতের এই পরিস্থিতি নিয়ে চিন্তিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও। পরিস্থিতি পর্যালোচনা করতে  মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র পটেলকে ফোন করেছেন এবং কেন্দ্রের সহায়তার আশ্বাস দিয়েছেন। গুজরাত সরকার ত্রাণ তৎপরতার জন্য দ্বারকা, আনন্দ, বঢোদরা, খেদা, মোরবি এবং রাজকোট জেলায় সেনা সাহায্যর আর্জিও জানিয়েছে। 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: আশাপূরণে ব্যর্থ বাবররা, প্রতিভা অন্বেষণ তাই এবার প্রযুক্তির দ্বারস্থ পাকিস্তান ক্রিকেট বোর্ড

আরও দেখুন