IND vs AUS: বর্ডার-গাওস্কর ট্রফিতে জয়সওয়ালই চাপে ফেলতে পারেন স্টার্কদের, আশঙ্কা করছেন প্রাক্তন অজি কোচই

<p style="text-align: justify;"><strong>মুম্বই:</strong> চলতি বছরের শেষেই বর্ডার-গাওস্কর ট্রফি খেলতে অস্ট্রেলিয়ায় পাড়ি দিচ্ছে ভারতীয় ক্রিকেট দল। প্যাট কামিন্স-মিচেল স্টার্কদের সামনে <a title="রোহিত" href="https://bengali.abplive.com/topic/rohit-sharma" data-type="interlinkingkeywords">রোহিত</a>ের নেতৃত্বাধীন ভারতীয় দলকে যে নিঃসন্দেহে কঠিন লড়াইয়ের সামনে পড়তে হবে, তা বলাই বাহুল্য। তবে সিরিজে তফাৎ গড়ে দিতে পারেন তরুণ ভারতীয় ওপেনার যশস্বী জয়সওয়াল। এমনটাই মনে করেন প্রাক্তন অজি কোচ জন বুকানন। বাঁহাতি মুম্বই ব্যাটার যদি অস্ট্রেলিয়ার আবহাওয়ার সঙ্গে মানিয়ে নিতে পারেন, তবে তিনিই যে <a title="ভারতীয় দল" href="https://bengali.abplive.com/topic/indian-cricket-team" data-type="interlinkingkeywords">ভারতীয় দল</a>ের এক্স ফ্যাক্টর হয়ে উঠবেন, তা জানিয়ে দিলেন বিশ্বকাপজয়ী অজি কোচ।&nbsp;</p>
<p style="text-align: justify;">২০০৩ ও ২০০৭ সালে অস্ট্রেলিয়া ওয়ান ডে বিশ্বকাপ জিতেছিল। সেই দলেরই কোচ ছিলেন বুকানন। মুম্বইয়ে এক ইভেন্টে অংশ নিয়ে বুকানন জানান, ”জয়সওয়ালকে নিয়ে এখানে চারিদিকে আলোচনা হচ্ছে। ও অসম্ভব প্রতিভাবসম্পন্ন একজন তরুণ ক্রিকেটার। দুর্দান্ত ছেলে। ও এমন একজন যে বাকিদের কাছে উদাহরণ হয়ে উঠতে পারে। ও এখনও অস্ট্রেলিয়ার মাটিতে খেলতে নামেনি। পারথের বাউন্সি পিচে বোলারদের সম্মুখিন হয়নি এখনও।” এরপর বুকানন আরো বলেন, ”যদি অস্ট্রেলিয়ার পিচ ও পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে পারে জয়সওয়াল। তবে কিন্তু ভারতের সাফল্যও নির্ভর করবে।”</p>
<p style="text-align: justify;">এখনও পর্যন্ত টেস্টে ৯টি ম্য়াচ খেলতে নেমে মোট ১০২৮ রান করেছেন। মোট ৬৮.৫৩ গড়ে ব্যাটিং করেছেন টেস্টে জয়সওয়াল। নিজের টেস্ট কেরিয়ারে এখনও পর্যন্ত তিনটি সেঞ্চুরি হাঁকিয়েছেন। এছাড়াও দুটো দ্বিশতরান ও চারটি অর্ধশতরান রয়েছে এখনও পর্যন্ত জয়সওযালের টেস্ট কেরিয়ারে। ২০২৩-২০২৫ যে টেস্ট চ্যাম্পিয়নশিপ চলছে তাতে এখনও পর্যন্ত দ্বিতীয় সর্বাধিক রান সংগ্রাহক জয়সওয়াল। শীর্ষে রয়েছেন ইংল্যান্ডের জো রুট। তাঁর ঝুলিতে রয়েছে ১৫ ম্য়াচে ১১৬৫ রান।&nbsp;ইংল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাটিতে টেস্ট সিরিজে পাঁচ ম্য়াচে ৭১২ রান করেছিলেন জয়সওয়াল। ৯ ইনিংসে ব্যাট করতে নেমে দুটো দ্বিশতরান হাঁকিয়েছিলেন। তিনটি অর্ধশতরান করেছেন। ব্যক্তিগত সর্বোচ্চ অপরাজিত ২১৪।&nbsp;</p>
<p>উল্লেখ্য, আগামী ২২ নভেম্বর থেকে শুরু হতে চলেছে ভারত-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজ। পারথে প্রথম টেস্ট ম্য়াচটি হবে। অ্যাডিলেডে ৬ ডিসেম্বর থেকে শুরু দ্বিতীয় টেস্ট। ১৪ ডিসেম্বর থেকে তৃতীয় টেস্ট ও চতুর্থ ও পঞ্চম টেস্ট শুরু হবে ২৬ ডিসেম্বর ও ৩ জানুয়ারি থেকে। ২০১৫ সালে শেষবার ঐতিহ্যশালী বর্ডার-গাওস্কর ট্রফি জিতেছিল অস্ট্রেলিয়া। তারপর থেকে ট্রফি রয়েছে ভারতের দখলেই। যার মধ্যে দুবার অস্ট্রেলিয়ার মাটিতে গিয়ে টেস্ট সিরিজ জিতেছে ভারত।&nbsp;</p>