Nirmala Sitharaman: করদাতাদের নোটিস পাঠালে সহজ ভাষায় পাঠান, ভয় দেখাবেন না, অফিসারদের নির্মলার নিদান

কঠিন ভাষা লিখে ট্যাক্স নোটিস পাঠানো যাবে না। সহজ ভাষায় লিখতে হবে নোটিস, যাতে করদাতাদের মনে উদ্বেগ না জন্মায়। করদাতাদের অনুভূতিতে আঘাত না করার পরামর্শ দিলেন নির্মলা সীতারামন। আয়কর দিবসের একটি অনুষ্ঠানে বক্তৃতা দেওয়ার সময়, কেন্দ্রীয় অর্থমন্ত্রী জোর দিয়ে বলেছেন কর্মকর্তাদের করদাতাদের সঙ্গে আরও ন্যায্য ব্যবহার এবং ভালো আচরণ করা উচিত। তাই অর্থমন্ত্রী চান, ট্যাক্স নোটিশগুলো যেন সোজা হয় এবং মানুষের মনে ভয়ের সৃষ্টি না করে।

আরও পড়ুন: (Yogi-Biren slams Mamata: ‘সাহস কী করে হল দিদি?’, মমতার ‘আগুন’ হুঁশিয়ারির জবাবে চাঁচাছোলা যোগী-বীরেনরা)

নোটিসের ধরন নিয়ে কী কী বলেছেন সীতারামন

নোটিসগুলো স্পষ্টভাবে ব্যাখ্যা করা উচিত: করদাতাদের যেন অহেতুক হয়রানির শিকার হতে বা হয়, সে বিষয়েই জোর দেন অর্থমন্ত্রী। কর কর্তৃপক্ষকে অবশ্যই স্পষ্টভাবে ব্যাখ্যা করতে হবে যে কেন তাঁরা নোটিশ পাঠাচ্ছেন। তাঁদের যুক্তি যেন খুব সহজ এবং বোধগম্য হয়। ট্যাক্সের নোটিসে যাতে কোনও প্রযুক্তিগত শব্দ না থাকে। এর দরুণ অতি সাধারণ করদাতারাল সহজেই সবটা বুঝতে পারবেশ। করদাতারা বিভ্রান্তি বা চাপে পড়বেন না।

দ্রুত রিফান্ড: সীতারামন আরও জানিয়েছেন যে কত দ্রুত আয়কর রিফান্ডের প্রক্রিয়া করা যায়, তা একবার পর্যালোচনা করতে হবে। কারণ কর রিফান্ড আরও দ্রুত করা উচিত। বেশি দেরি হলে হতাশ হয়ে পড়েন করদাতারা।

আরও পড়ুন: (Bangladesh journalist:ঢাকায় লেক থেকে উদ্ধার বাংলাদেশি সাংবাদিকের দেহ! মৃত্যুর আগে FB পোস্টে কোন বার্তা?সরব হাসিনা-পুত্র)

ভয় না দেখানো হয়: সীতারামনের মতে, সৎভাবে নিজের ক্ষমতা প্রয়োগ করুন। ভয় দেখিয়ে নয়। অর্থাৎ, নোটিস পাঠিয়ে ট্যাক্স কর্তৃপক্ষ মানুষকে যাতে ভয় না দেখায়। পরিবর্তে, তাদের উচিত যা পাওনা রয়েছে, তা যথাযথভাবে করদাতাদের থেকে সংগ্রহ করা। এই সংগ্রহ করার প্রক্রিয়া সবটাই বন্ধুত্বপূর্ণ উপায়ে করা উচিত। করদাতারা যাতে স্বেচ্ছায়, তা মেনে চলতে পারেন, তার জন্য তাঁদের উৎসাহিত করা উচিত।

আরও পড়ুন: (Delhi HC: ন্য়ায় সংহিতায় অপ্রাকৃতিক যৌনতার শাস্তি বিধানের অনুপস্থিতি নিয়ে কেন্দ্রকে পদক্ষেপের নির্দেশ কোর্টের)

প্রসঙ্গত, এদিন অর্থমন্ত্রী আরও জোর দিয়ে বলেছিলেন যে কর বিভাগের কর্মকর্তাদের মধ্যে করদাতাদের প্রতি বন্ধুত্বপূর্ণ মনোভাব প্রকাশ করতে বলা, কিংবা কর বিভাগকে আরও স্বচ্ছ হওয়ার পরামর্শ দেওয়ার অর্থ এই নয় যে কর কর্মকর্তারা এতদিন ভুল ছিলেন। নির্মলা সীতারামনের দাবি, তিনি কর বিভাগকে অবশ্যই সমর্থন করেন। কর্মকর্তারা যাতে ভবিষ্যতে আরও ভালো কাজ চালিয়ে যেতে পারেন, এটাই কেন্দ্রীয় অর্থমন্ত্রী চান।