Virat Kohli Criticizing Shubman Gill deepfake video of Indian star cricketer surfaces yet again

নয়াদিল্লি: ভারতীয় ক্রিকেট তথা বিশ্বের সবচেয়ে প্রতিভাবান তরুণ ক্রিকেটারদের প্রসঙ্গ উঠলে শুভমন গিলের (Shubman Gill) নাম তাতে অবশ্যই উঠবে। তবে গিলকে নিয়ে বেশি মাতামাতি না করারই পরামর্শ দিচ্ছেন খোদ বিরাট কোহলি (Virat Kohli)!

সম্প্রতি এক ভিডিওতে কোহলিকে শুভমন গিলের সমালোচনা করতে দেখা যাচ্ছে। প্রকাশ্যে কোনও ভারতীয় ক্রিকেটারের এহেন সমালোচনা কোহলির স্বভাববিরুদ্ধ। তাই অনেকেই ভিডিওটি দেখে ভ্রু কুঁচকান। আসলে কোহলি কিন্তু এমন কোনও মন্তব্যই করেননি। এক্ষেত্রে কোহলির আওয়াজ নকল করে এক ডিপফেক ভিডিও প্রস্তুত করা হয়েছে। সেই ভিডিওতে কোহলিকে গিলের ক্রিকেটীয় দক্ষতা নিয়ে প্রশ্ন তুলতে দেখা যাচ্ছে।

কোহলিকে ভিডিওটিতে বলতে শোনা যায়, ‘অস্ট্রেলিয়া সফরের পরেই শীর্ষস্তরে সাফল্যের জন্য কী করা প্রয়োজনীয়, সেই বিষয়টা বুঝতে পারি আমি। আমি গিলকে খুব কাছ থেকে দেখছি। ও নিঃসন্দেহে দারুণ প্রতিভাবান। তবে প্রতিভাবান হওয়া এবং নিজেকে কিংবদন্তির পর্যায়ে নিয়ে যাওয়ার মধ্যে বিস্তর ফারাক রয়েছে। গিলের টেকনিক খুবই ভাল কিন্তু আগেভাগেই ওকে নিয়ে এত মাতামাতি করার কোনও মানে হয় না।’

ভিডিওটিতে আরও শোনা যায়, ‘লোকজনকে পরবর্তী বিরাট কোহলি নিয়ে মাতামাতি করতে দেখা যায়। তবে আমি এটা স্পষ্ট করে দিতে চাই যে বিরাট কোহলি একজনই হন। আমি বিশ্বের সেরা বোলারদের কঠিন থেকে কঠিনতম পরিস্থিতিতে এক দশকেরও বেশি সময় ধরে সামলেছি এবং ধারাবাহিকভাবে পারফর্ম করেছি। কয়েকটা ভাল ইনিংস খেললেই কেউ আমার সমকক্ষ হয়ে যায় না।’

প্রযুক্তি যেখানে সমাজের উন্নতিসাধনের কাজে ব্যবহৃত হওয়া উচিত, সেখানে তার মাধ্যমে বর্তমানে অনেক অনৈতিক কাজকর্ম ধরা পড়ছে। ডিপফেক এর মধ্যে অন্যতম। ক্রিকেটার থেকে রুপোলি পর্দার তারকারা, সাম্প্রতিক সময়ে বারংবার ডিপফেক ভিডিওর সম্মুখীন হয়েছেন। কোহলি নিজেও এর আগে এই বছরই ডিপফেক ভিডিওর কবলে পড়েন যেখানে তাঁর মুখে কথা বসিয়ে একটি বেটিং অ্যাপকে প্রমোট করানো হয়। এবার আরও এক ভিডিও প্রকাশ্যে এল। তবে বিরাট ও শুভমনের সম্পর্ক যে বেশ ভাল এবং কোহলি যে প্রকাশ্যে গিলের সমালোচনা করেননি, তা কিন্তু স্পষ্ট।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: পতাকাবাহক সুমিত, ভাগ্যশ্রী, বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে প্যারিস প্যারালিম্পিক্সের শুভ সূচনা 

আরও দেখুন