চা–বাগান থেকে উদ্ধার হাতির মৃতদেহ, শরীরে পচন ধরেছে, ময়নাতদন্তে কালচিনির বন দফতর

চা–বাগানের মধ্যে এক হাতির দেহ উদ্ধার হয়েছে। আর হাতির মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। এই হাতির মৃত্যু ঘিরে রহস্য দানা বেঁধেছে। স্থানীয় সূত্রে খবর, আজ শুক্রবার বিকেলে আলিপুরদুয়ার জেলার কালচিনি চা–বাগানের আউট ডিভিশন বুকিনবাড়িতে একটি হাতির মৃতদেহ দেখতে পান স্থানীয় বাসিন্দারা। তাঁরা এটা দেখে বন দফতরের হ্যামিলটন রেঞ্জে খবর দেন। তখনই ঘটনাস্থলে পৌঁছন বনকর্মীরা। এই জেলার কালচিনি ব্লকের রায়মাটাং চা–বাগানে দু’দিন ধরে ওই হাতিটি মৃত অবস্থায় পড়ে ছিল পাঁচ নম্বর সেকশনে বলে খবর।

বন দফতর সূত্রে খবর, প্রাথমিকভাবে বনদফতরের অফিসাররা মনে করছেন, দুদিন আগেই মৃত্যু হয়েছে ওই হাতির। কারণ তার শরীরে পচন ধরেছে। এই হাতির মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা সৃষ্টি হয়েছে। দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের পর মৃত্যুর আসল কারণ জানা যাবে। আজ, শুক্রবার চা–বাগানের শ্রমিকরা কাজ করতে গিয়ে হাতির দেহ দেখতে পান। তাঁরাই খবর দেন বন দফতরে। ঘটনাস্থলে আসে বন দফতরের বক্সা ব্যাঘ্র প্রকল্পের বনকর্মী থেকে অফিসাররা। অন্য একটি হাতির সঙ্গে লড়াইয়ে মৃত্যু হয়েছে ওই হাতিটির বলে মনে করছেন বন দফতরের কর্মীরা।

আরও পড়ুন:‌ একসঙ্গে ৯৩ চিকিৎসককে শোকজ নোটিশ, জেলা স্বাস্থ্য দফতরের পদক্ষেপে জোর চর্চা

বন দফতর একথা মনে করলেও এখনও নিশ্চিত নয়। গোটা বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। ইদানিং হাতির উপর ক্রমাগত আক্রমণ হচ্ছে। সেই খবরও সংবাদে এসেছে। তাই সবটা না জেনে নিশ্চিত করে কিছু বলতে চাইছেন না বন দফতরের অফিসাররা। তবে স্থানীয় এক বাসিন্দা বলেন, ‘‌আমরা এই রাস্তা দিয়ে যাতায়াত করি না। তাই আগে আমরা দেখতে পাইনি। পরে দেখতে পেয়েই খবর দিয়েছি বনদফতরে। বনকর্মীরা বলছেন, দুদিন আগেই মৃত্যু হয়েছে হাতির। কেমন করে মারা গেল বুঝতে পারছি না।’‌ তবে এটা নিয়ে এলাকায় আলোড়ন ছড়িয়ে পড়েছে।

সম্প্রতি ঝাড়গ্রামে এক গর্ভবতী হাতিকে নৃশংসভাবে হত্যা করা হয়েছিল। হাতিটি লোকালয়ে ঢুকে পড়েছিল। তাকে এলাকা ছাড়া করতে হুলা পার্টি মশাল, বর্শা নিয়ে তেড়ে আসে। অভিযোগ, হাতিটিকে প্রথমে ঘুমপাড়ানি গুলি ছোড়া হয়। তারপর মশাল দিয়ে ছ্যাঁকা দেওয়া হয় হাতির শরীরে। গর্ভবতী হাতির গায়ে আগুনের গোলা ছোড়া এবং বর্শা দিয়ে খুঁচিয়ে মারা হয়। আর আলিপুরদুয়ারের ঘটনা নিয়ে বক্সা ব্যাঘ্র প্রকল্পের এডিএফও নবীকান্ত ঝায়ের কথায়, ‘ময়নাতদন্তের পর হাতির মৃত্যুর আসল কারণ জানা যাবে। এটি স্ত্রী হাতি। অনুমান করা হচ্ছে এক থেকে দু’দিন আগে হাতির মৃত্যু হয়েছে। দেহ উদ্ধার করে নিয়ে যাওয়া হচ্ছে ময়নাতদন্তের জন্য।’‌