শেখ হাসিনা ও ওবায়দুল কাদেরের বিরুদ্ধে আরও মামলা

কিশোরগঞ্জে আগুনে পুড়িয়ে দুজনকে হত্যার অভিযোগে শেখ হাসিনা, ওবায়দুল কাদের, হাসান মাহমুদ ও কিশোরগঞ্জের চার সংসদ সদস্যসহ ৮৮ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করা হয়েছে।

শুক্রবার (৩০ আগস্ট) দুপুরে কিশোরগঞ্জ সদর থানায় এ মামলাটি দায়ের করেন মো. মতিউর রহমান নামে এক ব্যক্তি। এ তথ্য নিশ্চিত করেছেন কিশোরগঞ্জ সদর থানার ওসি মোহাম্মদ গোলাম মোস্তফা।

মামলার সূত্রে জানা যায়, ৪ আগস্ট রোববার দুপুর ২টার দিকে ছাত্র-জনতা বৈষম্যবিরোধী মিছিল নিয়ে কিশোরগঞ্জ শহরের স্টেশন রোডে জড়ো হলে আসামিরা দা, রামদা, কিরিচ, বল্লম, লোহার রড, হকিস্টিক, পেট্রোল বোমা, ককটেল, পাইপগান, শর্টগান, পিস্তল নিয়ে হামলা করে। আসামি রাসেল আহমেদ তুহিন, শফিকুল আলম, শফিকুল ইসলাম লিমন ঢালী, আল জুবায়েদ খান নিয়াজ, মাহফুজ, ফয়েজ ওমান খান, সাইফুল ইসলাম অপু, মাজহারুল ইসলাম মাসুদ, তৌফীক, সানা, মুরসালিন খান, তাজবীর, সুমন মোল্লা, আমিনুল ইসলাম বকুল, আনোয়ার হোসেন বাচ্চু সরাসরি গুলি করে।

এতে মামলার বাদীসহ ছাত্র-জনতা আহত হয়ে খরমপট্টির সৈয়দ আশফাকুল ইসলাম টিটুর বাসায় ও রাস্তার সামনে আশ্রয় নেয়। মিছিলকারীরা এ বাসায় অবস্থান করেছে খবরে আসামিরা অস্ত্র নিয়ে বাদীসহ ছাত্র জনতার পিছু ধাওয়া করে। তারা পেট্রোল ঢেলে দেয় ওই বাসায় আগুন দেয়। আগুনে বাসায় থাকা জুলকার হোসাইন (৩৮) ও অঞ্জনা (২৮) পুড়ে মারা যান।

 



বাঁধন/সিইচা/সাএ