হাজারীবাগে ছুরিকাঘাতে যুবদলকর্মী নিহত

রাজধানীর হাজারীবাগে বাগবিতণ্ডার জেরে ছুরিকাঘাতে ইমন (২৪) নামে যুবক নিহত হয়েছেন। তিনি নেসলে কোম্পানিতে চাকরি করতেন। স্থানীয় ওয়ার্ড যুবদলের কর্মী ছিলেন। এ ঘটনায় সাজু নামে একজনকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (৩০ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে হাজারীবাগ গণকটুলি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে স্থানীয় সাজু নামে আরেক যুবক ইমনকে ছুরিকাঘাত করে। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করেন হাজারীবাগ থানার ওসি মোহাম্মদ সাইফুল ইসলাম। তিনি বলেন, এ ঘটনায় অভিযুক্ত একজনকে আটক করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে মামলা প্রক্রিয়াধীন। শত্রুতার জেরে এ হত্যাকাণ্ড হতে পারে বলে ধারণা পুলিশের।

নিহতের চাচা ইসরাফিল জানান, গনকটলি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে একই এলাকার বখাটে সাজুসহ (২৩) কয়েকজন যুবক ইমনকে রাস্তায় আটকে তার সঙ্গে বাগবিতণ্ডায় জড়ান। এক পর্যায়ে তাকে কুপিয়ে আহত করে পালিয়ে যান।

তিনি আরও বলেন, ইমন ও তার বাবা দুজনেই নেসলে কোম্পানিতে চাকরি করেন। পাশাপাশি ওয়ার্ড যুবদলের কর্মী ছিল। দুই ভাই এক বোনের মধ্যে সে বড়। পরিবার নিয়ে গনকটলি এলাকায় ভাড়া থাকতো।