Maheshtala: জমা জলে দুর্ভোগ মহেশতলায়, টানা লোডশেডিং, কাউন্সিলরের বাড়ির সামনে ক্ষোভ

মারাত্মক সমস্যায় মহেশতলার একাধিক ওয়ার্ড মহেশতলার পুরসভার ১৬ ও ১৮ নম্বর ওয়ার্ডে প্রায় ৬দিন ধরে বিদ্যুৎ নেই। এলাকায় জল জমে রয়েছে। টানা বৃষ্টির জেরে এই পরিস্থিতি তৈরি হয়েছে বলে খবর। সিইএসসির এই অব্যবস্থার জেরে মারাত্মক সমস্যার মধ্য়ে পড়েছেন সাধারণ মানুষ। 

এদিকে দিনের পর দিন ধরে এই বিক্ষোভের জেরে সমস্যায় পড়ে যান সাধারণ মানুষ। একে তো ভ্য়াপসা গরম। তার উপর দিনের পর দিন কারেন্ট আসছে না। কার্যত ক্ষুব্ধ জনতা ১৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সোমা বেরার বাড়ির সামনে জড়ো হয়ে যান সাধারণ মানুষ। 

বাসিন্দারা দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করার জন্য দাবি জানান। এরপর দ্রুত সমস্যা মেটানোর জন্য দাবি পূরণের আশ্বাস মেটার পরে স্থানীয়রা বিক্ষোভ তুলে নেন। মহেশতলার নিউ আয়নালপাড়া ও সর্দারপাড়ার বিস্তীর্ণ এলাকা জলের তলায় চলে গিয়েছে। এর জেরে মারাত্মক সমস্যায় পড়ে যান স্থানীয় বাসিন্দারা। 

এদিকে এলাকার বিদ্যুৎ পরিস্থিতি খতিয়ে দেখতে সিইএসসির লোকজন এলাকায় এসেছিল। তাকে ঘিরে বিক্ষোভ দেখান সাধারণ মানুষ। এরপরই এলাকায় যাতে দ্রুত বিদ্যুৎ ফিরে আসে তার ব্যবস্থা করার জন্য উদ্যোগ নেওয়া হয়। স্থানীয় মহিলারাও তুমুল বিক্ষোভ দেখায়।