manu bhaker meets scahin tendulkar shared special moments kbc 16 set in ethnic saree with host amitabh bachhan

মুম্বই : প্যারিস অলিম্পিক্সে ঐতিহাসিক সাফল্য। দেশকে গর্বিত করার পর সকলেরই বাহবা কুড়িয়েছেন তিনি। চলছে বিভিন্ন পেশার মানুষের সঙ্গে সাক্ষাৎকার-পর্ব। সম্প্রতি তিনি দেখা করেন ক্রিকেট কিংবদন্তি সচিন তেণ্ডুলকরের সঙ্গে। মাস্টার ব্লাস্টারের সঙ্গে দেখা করার পর তিনি জানিয়েছেন, কীভাবে এই কিংবদন্তি ব্যাটার তাঁকে স্বপ্ন সার্থক করতে অনুপ্রাণিত করেছেন। স্বাধীনোত্তর ভারতে প্রথম ভারতীয় হিসাবে সামার গেমসের একই সংস্করণে একাধিক পদক জয়ের সাফল্য এখন তাঁর ঝুলিতে। ১০ মিটার এয়ার পিস্তলের মিক্সড ইভেন্ট ও ২৫ মিটার পিস্তল ইভেন্টে জোড়া ব্রোঞ্জ জিতে নিয়েছেন মনু।

সচিনের সঙ্গে দেখা করার পর, তাঁর উচ্ছ্বাস-আনন্দের কথা সোশাল মিডিয়ায় ছবি শেয়ার করে ব্যক্ত করেছেন মনু। পোস্টের ক্যাপশনে তিনি লেখেন, “এক ও একমাত্র সচিন স্যারের সঙ্গে।”

তাঁর সংযোজন, “ক্রিকেট আইকনের সঙ্গে বিশেষ এই মুহূর্ত ভাগ করে নিতে পেরে নিজেকে আশীর্বাদধন্য মনে করছি। ওঁর জার্নি আমাকে এবং আমার মতো অনেককেই তাঁদের স্বপ্ন পূরণে অনুপ্রাণিত করেছে। এই স্মৃতি চিরকাল আমার মনে থাকবে, এজন্য আপনাকে ধন্যবাদ।” 

 

আরও দেখুন