অপহরণের দুই ঘণ্টা পর শিবির নেতা উদ্ধার

অপহরণের দুই ঘণ্টা পর চট্টগ্রাম জেলার পূর্বের ছাত্রশিবিরের সভাপতি রাশেদুল ইসলাম চৌধুরীকে উদ্ধার করা হয়েছে। শুক্রবার (৩০ আগস্ট) রাত ৯টার দিকে উপজেলার জাফত নগর ইউনিয়নের জাহানপুর এলাকার একটি কবরস্থানের সামনে থেকে তাকে উদ্ধার করা হয়। ফটিকছড়ি উপজেলা জামায়াতের নায়েবে আমির এডভোকেট ইসমাঈল গনী এ তথ্য নিশ্চিত করেন। 

এর আগে শুক্রবার (৩০ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে ফটিকছড়ি উপজেলার নাজিরহাট ঝংকার মোড় থেকে তাকে কে বা কারা অপহরণ করে।

ইসমাঈল গনী বলেন, আজ ফটিকছড়ির নাজিরহাটে জামায়াতের কর্মী সম্মেলন ছিল। এতে অতিথি হিসেবে রাশেদ চৌধুরী অংশ নেন। কর্মী সম্মেলন শেষে তিনি সন্ধ্যা ৭টার দিকে পুনরায় শহরে ফিরে যাওয়ার জন্য নাজিরহাট ঝংকার মোড়ে যান। সেখান থেকে তাকে কয়েকজন দুর্বৃত্ত তুলে নিয়ে যায় বলে আমরা খবর পাই। আমরা সঙ্গে সঙ্গে বিষয়টি ফটিকছড়ি থানা পুলিশ ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানিয়েছি।

এ প্রসঙ্গে ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোজাম্মেল হক বলেন, ছাত্রশিবির নেতা রাশেদ চৌধুরীকে কে বা কারা অপহরণ করেছে বলে আমরা খবর পাই। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তায় তাকে উদ্ধার করা হয়।