রাওয়ালপিন্ডির অনার্স বোর্ডে নাম লিখলেন মিরাজ

প্রথম টেস্টের মতো দ্বিতীয় ম্যাচের ভেন্যুও রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়াম। বৃষ্টির কারণে এই ম্যাচের প্রথম দিন ভেস্তে গেলেও আজ দ্বিতীয় দিন খেলা ঠিকঠাক গড়িয়েছে, যেখানে মেহেদী হাসান মিরাজ দেখিয়েছেন তার ঘূর্ণি জাদু। শনিবার তার স্পিনে খেই হারিয়েছেন পাকিস্তানের ব্যাটাররা। এদিন ৬১ রানে ৫ উইকেট নিয়ে স্বাগতিক ব্যাটারদের মেরদণ্ডই ভেঙে দেন মিরাজ। আর এই ফাইফারে রাওয়ালপিন্ডির অনার্স বোর্ডে নাম উঠিয়ে ফেলেন তিনি।

শনিবার নিজ হাতে নিজের কীর্তি লিখেছেন মিরাজ। এর আগে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামের অনার্স বোর্ডে নাম তোলার অভিজ্ঞতা আছে তার। গত বছর সেপ্টেম্বরে পাকিস্তানে অনুষ্ঠিত হয়েছিল এশিয়া কাপের আসর। ওইবার আফগানিস্তানের বিপক্ষে ম্যাচে ওপেনিং নেমে সেঞ্চুরি করেছিলেন তিনি। আর তাতেই গাদ্দাফি স্টেডিয়ামের অর্নাস বোর্ডে নিজের নাম তুলে ফেলেন।

আজও পাকিস্তানের আরও একটি স্টেডিয়ামের আরেকটি অর্নাস বোর্ডে তার নাম উঠলো, এবার বোলিংয়ের ভূমিকায় থেকে। শনিবার দ্বিতীয় সেশনে শুরু হয় মিরাজের জাদু দিয়ে। হাফ সেঞ্চুরি করা দুই ব্যাটার শান মাসুদ এবং সাইম আইয়ুবকে বিদায় করেন দলকে সাফল্য এনে দেন এই অফস্পিনার। চা-বিরতির পরও সে ধারা অব্যাহত রাখেন মিরাজ। একে একে সাজ ঘরের পথ দেখান খুররাম শাহজাদ, মোহাম্মদ আলী ও আবরার আহমেদকে। শেষ ব্যাটার হিসেবে আবরারকে ফিরিয়ে নিজের ৫ উইকেট পূর্ণ করার পাশাপাশি পাকিস্তানের ইনিংস শেষ করেন মিরাজ। নিজ ক্যারিয়ারে দশমবার ও বিদেশে তৃতীয়বার ফাইফারের দেখা পান তিনি।

পিন্ডিতে ৫ উইকেট শিকার করে সেখানে থাকা অর্নাসবোর্ডে মার্কার দিয়ে নিজের নাম নিজেই লিখেছেন মিরাজ। বোর্ডে তার লেখার মুহূর্তের দুটি ছবি পোস্ট করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। সঙ্গে ক্যাপশন দিয়েছে, ‘রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামের অনার্স বোর্ডে নিজের নাম তালিকাভুক্ত করছেন মেহেদী হাসান মিরাজ।’