Cab driver beaten:সামান্য ধাক্কা, রেগে ক্যাব চালককে চ্যাংদোলা করে আছাড় অডির মালিক সাংবাদিকের

সামান্য ধাক্কা লেগেছিল গাড়িতে। সেরকমভাবে কোনও ক্ষতিও হয়নি। আর তাতেই অ্যাপ ক্যাব চালককে বেধড়ক মারধর করল একটি অডি গাড়ি চালক। তাকে কার্যত চ্যাংদোলা করে চাগিয়ে আছাড় মেরে ফেলে দিল রাস্তায়। তার ফলে গুরুতর জখম হয়েছেন অ্যাপ চালক। পুরো ঘটনার দৃশ্য ধরা পড়েছে সিসিটিভি ফুটেজে। ঘটনাটি ঘটেছে মুম্বাইয়ের ঘাটকোপারে। এই ঘটনায় অডি গাড়ির মালিকের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন ট্যাক্স চালক। সোশ্যাল মাধ্যমে সিসিটিভি ফুটেজের সেই দৃশ্য ছড়িয়ে পড়তেই সমালোচনার ঝড় উঠেছে।

আরও পড়ুন: দিঘায় ফের ক্যাব চালককে হেনস্থা স্থানীয় গাড়ি ভাড়া দেওয়া ব্যবসায়ীদের, সরব সংগঠন

জানা গিয়েছে, আক্রান্ত ক্যাব চালকের নাম কেয়ামুদ্দিন আনসারি। ঘাটকোপার এলাকায় এক দম্পতি তাদের অডি গাড়িতে করে যাচ্ছিলেন। সেই গাড়ির পিছনেই ছিল অ্যাপ ক্যাবটি। পুলিশ সূত্রের খবর, ঘটনাটি ঘটে গত ১৮ অগস্ট রাত ১১.২০ টার দিকে। কেয়ামুদ্দিন আনসারি একটি যাত্রীকে নবি মুম্বইয়ের উলওয়ের দিকে নিয়ে যাচ্ছিলেন। তাঁর অভিযোগ, অসলফা মেট্রো স্টেশনের কাছে অডি গাড়িটি তার ক্যাবের ঠিক সামনের দিকেই ছিল। দুটি গাড়িই আস্তে যাচ্ছিল। সেই সময় সামনে থাকা অডি গাড়িটি হঠাৎ করে দাঁড়িয়ে পড়লে পিছন থেকে সামান্য ধাক্কা মারে ক্যাবটি।

তখন অডি গাড়ি থেকে প্রথমে নেমেই ক্ষয়ক্ষতি দেখতে গিয়ে ক্যাব চালককে গালিগালাজ শুরু করে অন্তরা ঘোষ নামে এক মহিলা পরে গাড়িতে চালকের আসনে থাকা অন্তরার স্বামী সাংবাদিক ঋষভ চক্রবর্তী নেমে সোজা ক্যাব চালকের কাছে চলে যান। এরপর তাকে মারধর করতে শুরু করেন।

কিল, ঘুষি মেরেই থেমে থাকেননি ওই ব্যক্তি। তাঁকে আছাড় মেরে রাস্তার ওপরে ফেলে দেয়। তারপর বেশ কিছুক্ষণ রাস্তাতেই পড়ে থাকেন ওই চালক।তিনি মাথায় আঘাত পেয়েছেন। মাথায় আঘাতের কারণে আনসারিকে ঘাটকোপারের রাজাওয়াদি হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং পরে জেজে হাসপাতালে স্থানান্তরিত করা হয়। পরে ওই ক্যাব চালক থানায় অভিযোগ জানান।

সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, একটি মলের উল্টোদিকে একটি বিল্ডিংয়ের প্রবেশপথে এই ঘটনা ঘটে। ফুটেজে পুরো দৃশ্য ধরা পড়েছে। অভিযুক্ত অডি গাড়ির চালক পেশায় একজন সাংবাদিক বলে জানা গিয়েছে।দম্পতির বিরুদ্ধে মামলা দায়ের হওয়ার পরেই তদন্ত শুরু করেছে পুলিশ। অভিযুক্ত দম্পতিকে আদালতে হাজির হওয়ার জন্য নোটিশ পাঠানো হয়েছে। পুলিশ উভয় পক্ষের দাবির ভিত্তিতে সবকিছু খতিয়ে দেখছে।