FM radio in new cities: ২৩৪ শহরে খুলবে ৭৩০ বেসরকারি এফএম রেডিও চ্যানেল, অনুমোদন কেন্দ্রের

আঞ্চলিক ভাষাতেই সম্প্রচার করা হবে রেডিও বার্তা। যে অঞ্চলে রেডিও সম্প্রচারের সুযোগ নেই, এবার সেখানেও রেডিও চ্যানেল খোলা হবে। এফএম রেডিও-কে সব অঞ্চলের মানুষের কাছে পৌঁছে দিতে অনন্য পদক্ষেপ কেন্দ্রের। বুধবার, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন্ত্রিসভা ভারতের ২৩৪টি নতুন শহরে প্রাইভেট এফএম রেডিও পরিষেবা সম্প্রসারণের অনুমোদন দিয়েছে। নতুন করে এফএম চ্যানেল খোলা হবে।

বৃহস্পতিবার কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে এই প্রস্তাব গৃহীত হয়েছে বলে জানিয়েছেন কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচারমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। মন্ত্রী জানিয়েছেন, ‘এফএম রেডিয়ো ফেজ়-৩’ নীতি অনুযায়ী, নতুন এফএম চ্যানেলগুলির দাম ৭৮৪.৮৭ কোটি টাকা থেকে শুরু হবে৷ জিএসটি বাদে, তাদের উপার্জনের ৪ শতাংশ বার্ষিক লাইসেন্স ফি হিসাবে দিতে হবে সরকারকে। ২৩৪টি নতুন শহরে চালু হওয়া এফএম চ্যানেলগুলির জন্য এই নিয়ম প্রযোজ্য হবে।

আরও পড়ুন: (Champai Soren Latest: ‘আমার বিরুদ্ধে গুপ্তচর লাগাবে ভাবিনি’, BJPতে যোগ দিয়ে ঝাড়খণ্ডের JMM সরকারকে নিয়ে বিস্ফোরক চম্পাই)

এই নতুন এফএম রেডিও চ্যানেলগুলো এমন জায়গায় খোলা হবে, যেখানে রেডিওর ক্রমবর্ধমান চাহিদা রয়েছে, অথচ একটিও চ্যানেল নেই৷ এই চ্যানেলের মাধ্যমে স্থানীয় বাসিন্দারা, নিজেদের চারপাশে কী ঘটছে বা কী ঘটতে চলেছে, সবই নিজেদের আঞ্চলিক ভাষায় জানতে পারবেন। কেন্দ্রের ‘ভোকাল ফর লোকাল’ উদ্যোগের সঙ্গে সামঞ্জস্য রেখে, নতুন কর্মসংস্থান সৃষ্টি করবে ৭৩৪টি নতুন রেডিও চ্যানেল। এগুলো স্থানীয় ভাষা ও সংস্কৃতিকে সমর্থন করবে বলেও আশা করা হচ্ছে।

আরও পড়ুন: (Bengal man lynched in Haryana: ‘গো-ভক্ষক’ সন্দেহে বাংলার যুবককে খুন BJP শাসিত রাজ্যে, তদন্তে ঢিলেমির অভিযোগ)

দেশের বিভিন্ন অঞ্চলে এই নতুন রেডিও চ্যানেল নিয়ে আসার ক্ষেত্রে সরকারের লক্ষ্য হল, চরমপন্থা (এলডব্লিউই) দ্বারা প্রভাবিত বিশেষ জেলা এবং এলাকার সাধারণ মানুষের কাছে পৌঁছে যাওয়া। দেশে এমন অনেক শহর কিংবা গ্রাম রয়েছে, যেখানকার মানুষ চরমপন্থার কারণে তটস্থ, এসব এলাকায় বেসরকারি এফএম রেডিও চালু করতে পারলে, সরকার আরও সহজে এই ভীত মানুষের যোগাযোগ করতে পারবেন।

আরও পড়ুন: (Child abduction: ১১ মাস পর উদ্ধার, অপহরণকারীকেই ছেড়ে যেতে আপত্তি শিশুর, জড়িয়ে ধরে কান্না)

উল্লেখ্য, শুধু রেডিও চ্যানেলই নয়। বুধবার, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে কেন্দ্রের অর্থনৈতিক বিষয়ক মন্ত্রিসভা স্থানীয় উৎপাদনকে আরও উৎসাহিত করতে ২৮,৬০২ কোটি টাকার বিনিয়োগ সহ ১০টি রাজ্যে ১২টি নতুন শিল্প শহর নির্মাণের অনুমোদন দিয়েছে। এমনটাই জানিয়েছেন কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।

এই শিল্প শহরগুলি হল উত্তরাখণ্ডের খুরপিয়া, পাঞ্জাবের রাজপুরা-পাতিয়ালা, মহারাষ্ট্রের দীঘি, কেরালার পালাক্কাদ, উত্তর প্রদেশের আগ্রা ও প্রয়াগরাজ, বিহারের গয়া, তেলেঙ্গানার জহিরাবাদ, অন্ধ্রপ্রদেশের ওরকাল ও কোপারথি, রাজস্থানের যোধপুর-পালি এবং হরিয়ানায়ও অবস্থিত হবে।