Modi slams Bureaucrats: ‘১৬ বার চারধাম যাত্রাতেও মোক্ষ লাভ হয় না সরকারি ফাইলের’, আমলাদের তোপ মোদীর

মন্ত্রিসভার বৈঠকে আমলাতন্ত্র নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। এক দফতর বা এক অফিসার থেকে অন্য অফিসারের হাতে ফাইল যাওয়ার বিষয়টি নিয়ে কটাক্ষ করেন মোদী। তাঁর কথায়, ফাইলের যাত্রা যেন চারধাম যাত্রার মতো। এই আবহে ফাইলের অনুমোদন অনেক সময়ই কষ্ঠসাধ্য হয়ে ওঠে বলে দাবি করেন মোদী। রিপোর্ট অনুযায়ী, সম্প্রতি অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে ৪০ মিনিট বক্তৃতা রাখেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘আগের দুই মেয়াদে আমাদের সরকার যেমন ভাবে কাজ করেছে, এবারও তেমন ভাবেই কাজ চালিয়ে যেতে হবে আমাদের।’ (আরও পড়ুন: ‘আইকিডোয় ব্ল্যাক বেল্ট, জুজুৎসুতে ব্লু’, দেখুন রাহুলের মার্শাল আর্ট অনুশীলন)

আরও পড়ুন: জয় শাহকে নিয়ে অমিতকে ‘অভিনন্দন’, ভাইদের অর্জনে মমতাকে পালটা ‘শুভেচ্ছা’ শুভেন্দুর

আরও পড়ুন: বড় পদক্ষেপ ইডির, রোজভ্যালিতে রাখা কয়েক কোটি টাকা ফেরত পাবেন আমানতকারীরা

এদিকে আমলাতন্ত্রে ফাইলের ‘ঘোরাঘুরি’ নিয়ে মোদী বলেন, ‘চারধাম যাত্রার পরে তো ভক্তরা মোক্ষ লাভ করেন। তবে সরকারি ফাইলের তো ১৬টি চারধাম যাত্রার পরও মোক্ষ লাভ হয় না।’ এদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পৌরহিত্যে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে তিনটি নয়া রেলপ্রকল্পে অনুমোদন দেওয়া হয়েছে। সেই তালিকায় আছে জামশেদপুর-পুরুলিয়া-আসানসোল (চাণ্ডিল-আনাড়া-দামোদর) তৃতীয় লাইন প্রকল্পও। এদিকে এই বৈঠকেই দেশের ছ’টি শিল্প করিডরে ১২টি নয়া শিল্পনগরী গড়ে তোলার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার।

আরও পড়ুন: আরজি করের ভাইরাল ফোন কলের অপর কণ্ঠস্বর তাঁর? নিহত চিকিৎসকের বাবা ‘ঘুরিয়ে’ বললেন…

কেন্দ্রের তরফে জানানো হয়েছে, ঘরোয়া উৎপাদনে আরও গতি আনতে উত্তরপ্রদেশের গ্রেটার নয়ডা এবং গুজরাটের ঢোলেরার ধাঁচে ১০টি রাজ্যে সেই ১২টি শিল্পনগরী গড়ে তোলা হচ্ছে। এর মধ্যে অমৃতসর-কলকাতা শিল্প করিডরে পাঁচটি শিল্পনগরী তৈরি করা হবে। তবে এর কোনওটি পশ্চিমবঙ্গে নয়। কেন্দ্রীয় সরকারের তরফে জানানো হয়েছে, উত্তরাখণ্ডের খুরাপিয়া, পঞ্জাবের রাজপুরা-পাটিয়ালা, উত্তরপ্রদেশের আগ্রা, উত্তরপ্রদেশের প্রয়াগরাজ, বিহারের গয়া, মহারাষ্ট্রের দিঘি, রাজস্থানের যোধপুর-পালি, অন্ধ্রপ্রদেশের কোপ্পারাতি ও ওরভাকাল, তেলাঙ্গানার জাহিরাবাদ, কেরলের পালাক্কাডে গড়ে উঠবে এই শিল্পনগরীগুলি।

আরও পড়ুন: ‘সন্তান নেই বলে এই কষ্ট বুঝবেন না মমতা’, ফুঁসে উঠলেন আরজি করের নির্যাতিতার মা

কেন্দ্রের দাবি, ১২টি শিল্পনগরীর জন্য কেন্দ্রীয় সরকার ২৮,৬০২ কোটি টাকা ঢালবে। আর তারপর ১.৫২ লাখ কোটি লগ্নি আসার সম্ভাবনা আছে। প্রত্যক্ষভাবে তৈরি হবে ৯.৩৯ লাখ কর্মসংস্থান। পরোক্ষভাবে ৩০ লাখ চাকরি তৈরির সম্ভাবনা আছে। ১২টি শিল্পনগরীর মাধ্যমে সোনালি চতুর্ভুজের ধাঁচে একটি ‘গ্র্যান্ড নেকলেস’ তৈরি করা হচ্ছে বলে জানিয়েছে কেন্দ্র। সরকার জানিয়েছে, কোথায় সরকারি লালফিতের ফাঁস কম, জমি অধিগ্রহণ হয়ে গিয়েছে, যোগাযোগ ব্যবস্থা ভালো আছে, কেমন পরিকাঠামো আছে, পরিবেশের উপরে ন্যূনতম প্রভাব পড়বে, সেইসব বিবেচনা করে ওই ১২টি শহরকে চিহ্নিত করা হয়েছে।