Novak Djokovic ousted in the third round of US Open 2024 defeated by Alexei Popyrin

নিউ ইয়র্ক: বিগ অ্যাপেলে নক্ষত্রপতন। বছরের শেষ গ্র্য়ান্ড স্ল্যাম, যুক্তরাষ্ট্র ওপেনে (US Open 2024) তৃতীয় রাউন্ড থেকেই ছিটকে গেলেন নোভাক জকোভিচ। এই বছরে একটিও গ্র্যান্ড স্ল্যাম জিততে ব্যর্থ হলেন নোভাক জকোভিচ (Novak Djokovic)। অ্যালেক্সেই পপেরিনের (Alexei Popyrin) বিরুদ্ধে চার সেটের লড়াইয়ে ৬-৪, ৬-৪, ২-৬, ৬-৪ স্কোরলাইনে পরাজিত হন জকোভিচ। ২৪ বছর বয়সি পপেরিন এই প্রথম কোনও মেজরের শেষ ১৬-তে নিজের জায়গা করে নিলেন। 

 

২০০২ সালের পর থেকে এই প্রথম রজার ফেডারের, রাফায়েল নাদাল বা নোভাক জকোভিচের কেউই একটিও গ্র্যান্ড স্ল্যাম জিততে ব্যর্থ হলেন।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: ভারতের অনূর্ধ্ব ১৯ দলে রাহুল দ্রাবিড়পুত্র সমিত, খেলবেন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে 

আরও দেখুন