On This Day: জন্মই হয়নি তখনও যুবি, গিবসের, ছয় ছক্কা হাঁকিয়ে প্রথমবার রেকর্ড গড়েছিলেন কে জানেন?

<p style="text-align: justify;"><strong>বার্বাডোজ:</strong> আজ পর্যন্ত ছয় বল ছয় ছক্কা হাঁকিয়েছেন কে কে? প্রথমেই হয়ত যুবরাজ সিংহের ছবি চোখের সামনে ভেসে আবে। এছাড়া তালিকায় আছেন হার্সেল গিবস, রুতুরাজ গায়কোয়াডও। কিন্তু বিশ্ব ক্রিকেটে প্রথমবার ছয় বলে ছয় ছক্কা হাঁকিয়েছিলেন কে জানেন? ১৯৬৮ সালে আজকের দিনে প্রথমবার ছয় বলে ছয় ছক্কা হাঁকানোর নজির গড়েছিলেন গ্যারফিল্ড সোবার্স। ক্যারিবিয়ান কিংবদন্তি ব্যাটার যখন এই নজির গড়েছিলেন তখন যুবরাজ ও হার্সেল গিবস কেউই জন্মগ্রহণও করেননি।</p>
<p style="text-align: justify;">সোবার্স অবশ্য এই নজির কোনও আন্তর্জাতিক ক্রিকেট ম্য়াচে করেননি। একটি কাউন্টি ক্রিকেট ম্য়াচে এই নজির গড়েছিলেন সোবার্স। নটিংহ্যামশায়ার ও গ্ল্যামরগনের মধ্যে হওয়া ম্য়াচে এই নজির গড়েছিলেন সোবার্স। নটিংহ্যামের স্কোর যখন ৫ উইকেট হারিয়ে ৩০৮, তখন ক্রিজে ব্যাট করতে নেমেছিলেন সোবার্স। তিনি যখন চল্লিশের ঘরে পৌঁছেছিলেন। সেই সময় বল করতে আসেন ম্য়ালকম ন্যাশ। সাধারণত মিডিয়াম পেস করে থাকেন ন্যাশ। কিন্তু সেই ওভারে স্পিন বোলিং করার সিদ্ধান্ত নেন তিনি। ব্যাস, পরের&nbsp;</p>