Rahul Gandhi Jiu Jitsu Video: ‘আইকিডোয় ব্ল্যাক বেল্ট, জুজুৎসুতে ব্লু’, দেখুন রাহুলের মার্শাল আর্ট অনুশীলনের ভিডিয়ো

গতকাল পালিত হয় জাতীয় খেল দিবস। আর সেই উপলক্ষে সোশ্যাল মিডিয়ায় রাহুল গান্ধীর একটি ভিডিয়ো পোস্ট করল কংগ্রেস। সেই ভিডিয়োতে দেখা যাচ্ছে, লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী জুজুৎসু অনুশীলন করছেন। রাহুল গান্ধী নিজেও সেই ভিডিয়ো পোস্ট করেছেন। আট মিনিটের সেই ভিডিয়োতে খুদে মার্শাল আর্টিস্টদেরও প্রশিক্ষণ করতে দেখা গিয়েছে। এদিকে ভিডিয়োতে রাহুল গান্ধীকে বলতে শোনা গিয়েছে, তিনি আইকিডোয় ব্ল্যাক বেল্ট ও জুজুৎসুতে ব্লু বেল্ট। এই আবহে নম্রতার সঙ্গে হিংসার মোকাবিলা করার বার্তা দিতে শোনা যায় রাহুলকে। (আরও পড়ুন: জয় শাহকে নিয়ে অমিতকে ‘অভিনন্দন’, ভাইদের অর্জনে মমতাকে পালটা ‘শুভেচ্ছা’ শুভেন্দুর)

আরও পড়ুন: বড় পদক্ষেপ ইডির, রোজভ্যালিতে রাখা কয়েক কোটি টাকা ফেরত পাবেন আমানতকারীরা

জুজুৎসু অনুশীলনের সেভি ভিডিয়োর ক্যাপশনে রাহুল লেখেন, ‘ভারত জোড়ো ন্যায় যাত্রার সময় আমরা হাজার হাজার কিলোমিটার হেঁটেছিলাম। সেই সময় রোজ সন্ধ্যায় আমাদের শিবিরে আমরা জুজুৎসু অনুশীলন করতাম। নিজেদের ফিট রাখতে যেটা শুরু হয়েছিল অচিরেই তা রীতিমতো সামাজিক কার্যকলাপ হয়ে ওঠে। সঙ্গী যাত্রী ও তরুণ মার্শাল আর্টসের শিক্ষার্থীরা যোগ দিতে থাকে আমাদের সঙ্গে।’ এরপর রাহুল আরও লেখেন, ‘আমাদের লক্ষ্য ছিল এই তরুণ সমাজকে ‘জেন্টল আর্ট’-এর সৌন্দর্যের সাথে পরিচয় করিয়ে দেওয়া – ধ্যান, জুজুৎসু, আইকিডো এবং অহিংস দ্বন্দ্ব সমাধানের কৌশলগুলির একটি সুরেলা সংমিশ্রণ। আমরা তাদের মধ্যে সহিংসতাকে ভদ্রতায় রূপান্তরিত করার মূল্যবোধ জাগিয়ে তোলার লক্ষ্য নির্ধার করেছিলাম। তাদের আরও সহানুভূতিশীল এবং নিরাপদ সমাজ গঠনের হাতিয়ার দিয়েছি। জাতীয় খেল দিবসে আমি আপনাদের সকলের সাথে আমাদের সেই অভিজ্ঞতা শেয়ার করতে চাই। আশা করছি আপনাদের মধ্যে কয়েকজনকে ‘জেন্টল আর্ট’ অনুশীলন করতে অনুপ্রাণিত করবেন। পুনশ্চ: শীঘ্রই ভারত দোজো যাত্রা আসছে।’ (আরও পড়ুন: আরজি করের ভাইরাল ফোন কলের অপর কণ্ঠস্বর তাঁর? নিহত চিকিৎসকের বাবা ‘ঘুরিয়ে’ বললেন…)

আরও পড়ুন: ‘সন্তান নেই বলে এই কষ্ট বুঝবেন না মমতা’, ফুঁসে উঠলেন আরজি করের নির্যাতিতার মা

উল্লেখ্য, ২০২২ সালের সেপ্টেম্বর থেকে ২০২৩ সালের জানুয়ারি পর্যন্ত ভারত জোড়ো যাত্রা করেছিলেন রাহুল গান্ধী। পরে ২০২৪ লোকসভা নির্বাচনের আগে ভারত জোড়ো ন্যায় যাত্রা করেন তিনি। সেই যাত্রার মেয়াদ ছিল প্রায় দুই মাস। সেই যাত্রার সময়ের যুযুৎসু অনুশীলনের ভিডিয়ো প্রকাশ করেই এবার নয়া ‘যাত্রা’ শুরুর ইঙ্গিত দিলেন রাহুল। এদিকে ‘দোজো’ শব্দটির অর্থ মার্শাল আর্টের স্কুল। এই আবহে রাহুলের এই নয়া ‘যাত্রা’ মার্শাল আর্টের প্রসারের মাধ্যমে প্রচার নিয়ে কি না, তা নিয়ে জল্পনা চলছে।