Shocking: কান্নাকাটির কারণে শান্তিভঙ্গ! বিমানের টয়লেটে আটকে রাখা হল এক বছরের বাচ্চাকে, মর্মান্তিক কাণ্ড যাত্রীদের

ফ্লাইটে উঠে ভয় পেয়ে গিয়েছিল, কান্নাকাটির জুড়ে দিয়েছিল তাই। শান্তিভঙ্গ হচ্ছিল যাত্রীদের। তাই সোজা বিমানের টয়লেটে নিয়ে গিয়ে তালাবন্ধ করে রাখা হল বাচ্চা মেয়েটিকে। এমনই মর্মান্তিক একটি ঘটনা ঘটে গিয়েছে এক বছরের একটি বাচ্চার সঙ্গে। ঘটনাটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই ক্ষুব্ধ নেটিজেন। দোষ দিচ্ছেন এয়ারলাইন্সের।

ঘটনাটি ঘটেছে চিনের একটি ফ্লাইটে। সেখানে একটি বাচ্চা অনবরত কান্নাকাটি করছিল, তার কান্না থামাতেই, দুই মহিলা যাত্রী বিমানের টয়লেটে গিয়ে তাকে আটকে রাখে। এইভাবেই নাকি তার কান্না থামানোর চেষ্টা করেন তাঁরা। ঘটনাটি প্রকাশ্যে আসে যখন ওই দুই মহিলার মধ্যেই একজন, নাম গৌ টিংটিং, বাচ্চটিকে বাথরুমে আটকে রাখার ভিডিয়ো রেকর্ড করে চিনেরই একটি সোশ্যাল মিডিয়া পোষ্ট করেন। মুহূর্তেই ভাইরাল হয়ে যায় ভিডিয়োটি।

আরও পড়ুন: (Is banana useful for sleep: ভালো ঘুমের জন্য কলা খান রোজ রাতে? আদৌ কতটা উপকার হয় জানেন?)

ঠিক কী হয়েছিল ফ্লাইটে

গৌ নিজেই দাবি করেছেন যে বাচ্চাটি ক্রমাগত চিৎকার করছিল। জোরে জোরে কাঁদছিল। যার কারণে কিছু যাত্রী নিজেদের কানে টিস্যুও দিয়ে বসেছিলেন। অন্যকে নিজেদের সিট অপরিবর্তন করছিলেন। তাই, গৌ এবং তাঁর এক সহযাত্রী মেয়েটিকে, ফ্লাইটের নিয়ম শেখানোর জন্য, তাঁর আচরণ বদলানোর জন্য, যাতে ফ্লাইটে সবাই ভালোভাবে বিশ্রাম নিতে পারেন, তা নিশ্চিত করার জন্য, টয়লেটে আটকে রেখেছিলেন। বাচ্চাটি তার দাদু দিদার সঙ্গে ফ্লাইটে উঠেছিল, এবং তার দিদাই নাকি দুই মহিলাকে বাচ্চাটিকে আটকে রাখার অনুমতি দিয়েছিলেন। যদিও, টয়লেটে আটকে রাখার সময়, টয়লেটের পাশেই দাঁড়িয়ে দিলেন বাচ্চাটির দিদা। এমনটাই নিশ্চিত করেছে এয়ারলাইন্স।

আরও পড়ুন: (Unique Marriage proposal: মাঝ আকাশে বয়ফ্রেন্ডকে বিয়ের প্রস্তাব, পারবেন এতটা সাহস দেখাতে?)

এ প্রসঙ্গে এয়ারলাইন্স আর কী বলেছে

আউটলেট অনুসারে, ঘটনাটি ঘটেছে জুনিয়াও এয়ারলাইন্সের একটি ফ্লাইটে। এয়ারলাইনটি এদিন একটি বিবৃতি প্রকাশ করে বলেছে যে তারা বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে এবং শিশুটির বাবা মায়ের সঙ্গে কথা বলেছে। জানা গিয়েছে, মেয়েটির মা, ওই দুই মহিলার সঙ্গে নিজেদের ভুল বোঝাবুঝি মিটিয়ে নিয়েছেন।

আরও পড়ুন: (Bandhani trending: অদিতি থেকে ইশা, একাধিক তারকা নজর কেড়েছেন বাঁধনী পোশাকে, হঠাৎ এই প্রিন্ট এত ট্রেন্ডি হয়ে উঠল কেন?)

সোশ্যাল মিডিয়ার প্রতিক্রিয়া কেমন ছিল

অপরিচিত দুই মহিলা, মাত্র এক বছরের একটা বাচ্চার সঙ্গে এমন ব্যবহার কীভাবে করতে পারে, তা নিয়ে ক্ষুব্ধ নেটিজেনরা। তাঁদের দাবি, যে বিমানে উঠে বাচ্চাদের কান্নাকাটি করা স্বাভাবিক। ‘ছোটরা এক বা দুই বছর বয়সে তাদের আবেগ নিয়ন্ত্রণ করতে পারে না। কাঁদতে দোষ কি? আপনি যখন ছোট ছিলেন তখন কি আপনি কাঁদতেন না?