পররাষ্ট্র সচিবের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল

চুক্তিভিত্তিক নিয়োগ শেষ হওয়ার আগেই অবসরোত্তর ছুটিতে গেলেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। আগামী ৫ ডিসেম্বর পর্যন্ত চুক্তির মেয়াদ থাকলেও রবিবার (১ সেপ্টেম্বর) শেষ কর্মদিবস পালন করার পর বিকালে বিদায় অনুষ্ঠানের আয়োজন করে পররাষ্ট্র মন্ত্রণালয়।

অনুষ্ঠানে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনসহ মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মেরিটাইম অ্যাফেয়ার্স ইউনিটের সচিব মো. খোরশেদ আলম, অতিরিক্ত পররাষ্ট্র সচিব এবং ফরেন সার্ভিস অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট মো. নজরুল ইসলাম, মহাপরিচালক ইসরাত জাহান, ফরেন সেক্রেটারি অফিসের পরিচালক মোহাম্মাদ জোবায়েদ হোসেন অনুষ্ঠানে বক্তব্য দেন।

১৯৮৫ বিসিএস ব্যাচের প্রথম স্থান অধিকারী মাসুদ বিন মোমেন দীর্ঘ ৩৬ বছরের পেশাদার কূটনীতিক জীবনে বিভিন্ন পদে কর্মরত ছিলেন। তিনি রোম ও ইতালিতে রাষ্ট্রদূত এবং নিউ ইয়র্কে জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনে স্থায়ী প্রতিনিধি হিসেবে কাজ করেন।

চাকরি জীবনের শুরুতে প্রথম পোস্টিং ছিল নিউ ইয়র্কে জাতিসংঘ বাংলাদেশ স্থায়ী মিশনে। এরপর ইসলামাবাদ ও সার্ক সচিবালয়ে কাজ করেন। ভারতের দিল্লিতে তিনি বাংলাদেশ মিশনের উপপ্রধান হিসেবে কাজ করেছেন।