AAP Councillor: আমাকে অপহরণ করেছিল বিজেপি, ‘সিবিআইয়ের ভয়’ দেখিয়ে আপ কাউন্সিলরকে দলে টানার চেষ্টা

অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টির এক কাউন্সিলর দাবি করেছেন যে বিজেপি নেতারা তাঁকে অপহরণ করেছিল।  রামচন্দ্র নামে ওই কাউন্সিলর  আপ থেকে ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন। গত রবিবারই তিনি বিজেপিতে যোগ দেন। পরে তিনি আবার আপে ফিরে আসতে চেয়েছিলেন। 

তিনি সাংবাদিকদের জানিয়েছেন, সকালে ৫-৬জন আমার বাড়িতে এসেছিলেন। এরপর গাড়িতে করে আমায় বিজেপি অফিসে নিয়ে যায়। সেখানে আমায় সিবিআই আর ইডির কথা বলে ভয় দেখায়। এরপর আমার নেতারা পুলিশ কমিশনারকে গোটা বিষয়টি জানান। তারপরই তারা  আমায় মুক্তি দেন। তিনি বলেন, আমি সিবিআই-ইডিকে ভয় পাই না। আমি কেজরিওয়ালের সৈনিক। 

তবে দিল্লির বিজেপির মিডিয়া ইন চার্জ প্রবীন শঙ্কর কাপুর জানিয়েছেন, কাউন্সিলর রামচন্দ্র আপনাদের সঙ্গে নেই। এটা মেনে নিন। এটা নিয়ে আমাদের কিছু করার নেই। এদিকে মণীশ সিসোদিয়া জানিয়েছেন এক্স হ্যান্ডেলে যে বিজেপি ইডি আর সিবিআইয়ের ভয় দেখিয়েছিল রামচন্দ্রকে। কিন্তু তিনি ভয় পাননি। বিজেপির মস্তানরা তাকে গাড়িতে চাপিয়ে নিয়ে গিয়েছিল। 

এদিকে রামচন্দ্রের ছেলের তরফে দাবি করা হয়েছিল যে তার বাবাকে জোর করে তুলে নিয়ে যাওয়া হয়েছিল। স্থানীয় এক বিজেপি নেতা ও তাদের সঙ্গীরা তুলে নিয়ে যায় বলে অভিযোগ।