নিজের বাড়ির সংস্কারের কাজ তদারকির সময় আচমকা পড়ে গিয়ে মৃত্যু বিশিষ্ট সাংবাদিক উমেশ উপাধ্যায়ের

দিল্লির বসন্ত কুঞ্জে একটি নির্মিয়মাণ বাড়ির পাঁচতলা থেকে হঠাৎ পড়ে গিয়ে মৃত্যু হল বিশিষ্ট সাংবাদিক উমেশ উপাধ্যায়ের। পুলিশ জানিয়েছে, ওই বাড়িটি তাঁর নিজের। উমেশ উপাধ্যায়ের বাড়িতে চলছিল সংস্কারের কাজ। সেই কাজ তদারকি করার সময় পড়ে যান উমেশ উপাধ্যায়। দুর্ঘটনাবশত পড়ে গিয়েই তাঁর মৃত্যু বলে জানা গিয়েছে।

পুলিশের তথ্য অনুযায়ী, রবিবার বেলা ১০.৩০ মিনিটে এই দুর্ঘটনাটি ঘটে যায়। জানা গিয়েছে তিনি বাড়ির পাঁচতলা থেকে পড়ে তিনি তিনতলায় এসে পড়েন। পড়ে যাওয়ার পরই তাঁর মাথায় আঘাত লাগে। তারপরই তাঁকে বেলা ১১টা নাগাদ নিয়ে যাওয়া হয় হাসপাতালে। এনডিটিভির খবর অনুযায়ী সেই সময়ই মাথায় আঘাতের জেরে তাঁর মৃত্যু হয়েছে। ১৯৫৯ সালে মথুরায় জন্মগ্রহণ করেন উমেশ উপাধ্যায়। উত্তর প্রদেশের ভূমিপুত্র উমেশ উপাধ্যায় ১৯৮০ এর দশকের শুরুতে তাঁর সাংবাদিকতার পেশা শুরু করেন। ৬৪ বছর বয়সী এই সাংবাদিক টেলিভিশন, প্রিন্ট, রেডিও এবং ডিজিটাল মিডিয়াতে অবদানের সাথে চার দশকেরও বেশি সময় ধরে একটি কর্মজীবন বিস্তৃত করেছিলেন।

জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয় এবং ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট অফ ইন্ডিয়ার প্রাক্তন ছাত্র উমেশ উপাধ্যায়। তিনি পরে নিউজ ১৮, দূরদর্শন এবং সংবাদ সংস্থা পিটিআই-এর মতো বেশ কয়েকটি বিশিষ্ট মিডিয়া সংস্থার সদস্য হন। তাঁর কর্মজীবনের একটা বড় অংশ জুড়ে রয়েছে সাংবাদিকতার বিভিন্ন দিক। উমেশ উপাধ্যায়ের মৃত্যু সমগ্র সাংবাদিক কূলকে মর্মাহত করেছে, সাংবাদিক ও লেখকরা তাঁর উল্লেখযোগ্য অবদানের প্রতিফলন ঘটিয়েছেন। মিডিয়া ইন্ডাস্ট্রি তাঁর মত্যুশোকে মুহ্যমান। অনেকেই জানিয়েছেন, শোকবার্তা।