Pakistan Mall Ransacked: ছিল বিশেষ ডিসকাউন্ট! পাকিস্তানে নতুন মল উদ্বোধনের দিন জনতা হুড়মুড়িয়ে ঢুকে চালাল ভাঙচুর, লুঠ

পাকিস্তানের করাচিতে একটি নতুন মল উদ্বোধনের দিনেই তুলকালাম কাণ্ড! সেখানে জনতা হুড়মুড়িয়ে ঢুকে গিয়ে দেদার লুঠ চালাল। লুঠেই থেমে থাকেননি অনেকে। সঙ্গে লন্ডভন্ড করেছেন মল। জোর করে মল-এর ভিতর ঢুকে গিয়ে জনতার এই কীর্তির ভিডিয়ো ভাইরাল।

পাকিস্তানের করাচির গুলিস্তান-এ জোহর এলাকায় নতুন ‘ড্রিম বাজার’ মল-টি উদ্বোধনের কথা ছিল। তবে উদ্বোধনের দিনই কর্যত ‘ড্রিম বাজার’ ঘিরে দুঃস্বপ্নের ছবি উঠে আসে। এই মল যে উদ্বোধন হতে চলেছে, তার খবর বহু আগে থেকেই সোশ্যাল মিডিয়ায় ছিল। খবর ছড়িয়ে পড়েছিল যে, বিপুল ছাড় থাকবে সেখানের জিনিসপত্রে। এদিকে, মল উদ্বোধন হয় স্থানীয় সময় দুপুর ৩.০০ নাগাদ। এরপরই হুড়মুড়িয়ে সেখানে ঢুকে পড়ে জনতা। লাগামহীন লুঠ চলতে থাকে সেখানে। এখানেই শেষ নয়, সঙ্গে লন্ডভন্ড পরিস্থিতি দেখা যায়। চলতে থাকে ভাঙচুরও। এই গোটা পর্বের ভিডিয়ো সদ্য ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

( Kaushiki Amavasya Lucky Zodiacs:কৌশিকী অমাবস্যা ২০২৪ থেকে সৌভাগ্য ফিরছে কুম্ভ সহ ৫ রাশির! শুভ তিথিতে ভালো সময় শুরু কাদের)

( SC On Bulldozer Action:’কেউ অভিযুক্ত বলে তাঁর বাড়ি ভাঙা যাবে না’, বুলডোজার অ্যাকশন মামলায় সাফ জানাল সুপ্রিম কোর্ট)

জানা গিয়েছে, এই মল, পাকিস্তানের বাইরে থাকা এক প্রবাসী পাকিস্তানির। আর সেই মল-এই বিপুল জনতা প্রবেশ করে মল-এর ভিতর পর পর দোকানে লুঠ চালায়। জনতাকে রোখার চেষ্টা প্রথমে করতে থাকেন স্টাফরা। পরে তাঁদের আর নিয়ন্ত্রণ করা যায়নি। বিপুল জনতা ঢুকে তুলকালাম কাণ্ড ঘটিয়ে দেয়। হাতের কাছে যা পেয়েছেন, মানুষ সেটাকেই দখল করতে থাকেন। সেগুলো তুলে নিয়ে যেতে শুরু করেন। ব্যাগে পুরে, তা নিয়ে ছুটে পালান অনেকেই। এদিকে, প্রত্যক্ষদর্শীদের বক্তব্য, পুলিশকে খবর দেওয়া হলেও, তারা কোনও পদক্ষেপ করতে পারেননি। পুলিশ সেখানে উপস্থিত থাকলেও, কার্যত নিষ্ক্রীয় ছিল বলে দাবি অনেকের। ভিডিয়োয় দেখা যাচ্ছে, মাটিতে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে সকলের জামাকাপড়। অনেকেই ঘটনার ভিডিয়ো করতে ব্যস্ত তখন। ভিডিওটি একটি উত্তপ্ত বিতর্কের জন্ম দিয়েছে, নেটিজেনরা এই বিশৃঙ্খলা ও ধ্বংসের দৃশ্যে শোক এবং বিরক্তি প্রকাশ করেছে। বেশ কিছু নেটপাড়ার বহু বাসিন্দাই জনতার দ্বারা প্রদর্শিত নাগরিক নৈতিকতার অভাবের জন্য তাঁদের হতাশা প্রকাশ করেছেন, অনেকে প্রশ্ন করেছেন কিভাবে ব্যক্তিরা এই ধরনের ধ্বংসাত্মক আচরণ করতে পারে।