‘কেউ অভিযুক্ত বলে তাঁর বাড়ি ভাঙা যাবে না’, বুলডোজার অ্যাকশন মামলায় সাফ জানাল সুপ্রিম কোর্ট

এবার দেশ জুড়ে, নানান অপরাধের ঘটনায় অভিযুক্তের বাড়ি ঘিরে বুলডোজার অ্যাকশন নিয়ে কড়া বার্তা দিল সুপ্রিম কোর্ট।দেশের শীর্ষ আদালত সাফ জানিয়েছে, কেউ অভিযুক্ত বলেই তাঁর বাড়ি বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হবে, এমনটা করা যাবে না। গোটা দেশে বুলডোজার অ্যাকশন নিয়ে একটি গাইডলাইনও পেশ করার কথা ভাবনা চিন্তা করছে সুপ্রিম কোর্ট বলেও জানানো হয়েছে সুপ্রিম কোর্টের তরফ থেকে।

কোনও অপরাধের ঘটনায় বুলডোজার অ্যাকশন নিয়ে সুপ্রিম কোর্টের তরফে সোমবার একটি বড় বার্তা দেওয়া হয়। সুপ্রিম কোর্টের বিচারপতি বিআর গভাই ও কেভি বিশ্বনাথনের বেঞ্চে এই মামলা ওঠে। সুপ্রিম কোর্ট সাফ জানিয়েছে, বুলডোজার চালিয়ে অপরাধী বা অভিযুক্তের বাড়ি ভাঙা একটি আইন বিরুদ্ধ পদক্ষেপ। উল্লেখ্য, সুপ্রিম কোর্টের বুলডোজার অ্যাকশনের মামলায় বক্তব্যের জেরে বিজেপি শাসিত উত্তর প্রদেশ সহ একাধিক রাজ্যের প্রশাসন বড়সড় ধাক্কা খেয়েছে। সুপ্রিম কোর্ট সাফ বলছে, কোনও মামলায় কোনও অভিযুক্ত, দোষী বা সন্দেহভাজন, এমন কারোর বাড়িতেই বুলডোজার নিয়ে অ্যাকশন করা যাবে না। খুব শিগগিরই এজন্য প্রতিটি রাজ্যের ক্ষেত্রে নির্দিষ্ট গাইডলাইন কেন্দ্র জারি করবে বলে জানানো হয়েছে।

( Kaushiki Amavasya Lucky Zodiacs:কৌশিকী অমাবস্যা ২০২৪ থেকে সৌভাগ্য ফিরছে কুম্ভ সহ ৫ রাশির! শুভ তিথিতে ভালো সময় শুরু কাদের)

উল্লেখ্য, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, রাজস্থান, উত্তরাখণ্ড সহ বহু এলাকায় অভিযুক্তকে ঘিরে প্রশাসনিক বুলডোজার অ্যাকশন দেখা গিয়েছে বিগত সময়ে। বিচারপতি বিআর গাভাই এবং কেভি বিশ্বনাথনের সমন্বয়ে গঠিত একটি বেঞ্চ, বিভিন্ন রাজ্যে ‘বুলডোজার অ্যাকশন’ কে চ্যালেঞ্জ করে পিটিশনের একটি ব্যাচের শুনানি করে, পক্ষগুলিকে খসড়া পরামর্শ জমা দিতে বলেছিল যা আদালত, সমগ্র ভারত জুড়ে নির্দেশিকা তৈরি করতে বিবেচনা করতে পারে। এদিকে, আদালতে সলিসিটার জেনারেল তুষার মেহতা দাবি করেছেন, বুলডোজার তখনই ব্যবহার করা হয়েছে যখন পুর-আইন মানা হয়নি। এদিকে, বিচারপতি গভাইয়ের প্রশ্ন,’শুধু একজন অভিযুক্ত বলে কীভাবে তার বাড়ি ভাঙা যায়? দোষী সাব্যস্ত হলেও তা ভাঙা যাবে না।’ যদিও বিচারপতি গাভাই বলেছিলেন যে আদালত অননুমোদিত নির্মাণগুলিকে রক্ষা করবে না, তিনি বলেছিলেন যে কিছু নির্দেশিকা প্রয়োজনীয়। কোর্ট সাফ বলছে, ‘কেন কিছু নির্দেশিকা নির্ধারণ করা যাবে না? এটি রাজ্য জুড়ে স্থাপন করা উচিত…এটিকে সুবিন্যস্ত করা দরকার।’