সাইমকে আউট করলেন তাসকিন

স্কোর: পাকিস্তান প্রথম ইনিংসে ৮৬.১ ওভারে ২৭৪/১০ (মীর হামজা ০*, আগা সালমান ৫৪, আবরার ৯, আলী ২, খুররাম শাহজাদ ১২, বাবর আজম ৩১, মোহাম্মদ রিজওয়ান ২৯, আব্দুল্লাহ ০, শান মাসুদ ৫৭, সাইম আইয়ুব ৫৮,  সৌদ শাকিল ১৬)

বাংলাদেশ প্রথম ইনিংসে ৭৮.৪ ওভারে ২৬২/১০ (হাসান ১৩*; নাহিদ ০, লিটন ১৩৮, জাকির ১, সাদমান ১০, শান্ত ৪, মুমিনুল ১, মুশফিক ৩, সাকিব ২, মিরাজ ৭৮, তাসকিন ১)

পাকিস্তান দ্বিতীয় ইনিংসে ১৩ ওভারে ৫০/৩ (মাসুদ ২৩*, বাবর ০*; সাইম ২০, খুররাম ০, শফিক ৩)

সাইম আইয়ুব ও শান মাসুদের জুটি বড় হওয়ার আগেই ভেঙে দিলেন তাসকিন আহমেদ। সাইমকে ২০ রানে নাজমুল হোসেন শান্তর ক্যাচ বানান এই পেসার। ১৩তম ওভারের চার বল শেষে ৪৭ রানে ৩ উইকেট হারালো পাকিস্তান। ৩৮ রানে ভেঙে গেছে এই জুটি।

দ্রুত পাকিস্তানকে অলআউট করার লক্ষ্যে চতুর্থ দিনে মাঠে বাংলাদেশ

১২ রানে পেছনে থেকে তৃতীয় দিন শেষ মুহূর্তে অলআউট হয় বাংলাদেশ। তারপর হাসান মাহমুদ টানা দুই ওভারে দুটি উইকেট তুলে নেন। পাকিস্তান নতুন দিনে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমেছে। ২ উইকেটে ৯ রানে তারা খেলা শুরু করেছে। আগের দিনের ৬ রানে অপরাজিত ব্যাটার সাইম আইয়ুবের সঙ্গে মাঠে নেমেছেন শান মাসুদ।

তৃতীয় দিন শেষে, ২১ রানে এগিয়ে পাকিস্তান

হাসান মাহমুদ দ্বিতীয় ইনিংসে তার প্রথম দুই ওভারে তুলে নিলেন পাকিস্তানের দুটি উইকেট। অল্পের জন্য লিড না পাওয়ার দুঃখ ভুলিয়ে দিলেন বাংলাদেশের পেসার। ৭ রানে আব্দুল্লাহ শফিককে ফিরিয়ে ওপেনিং জুটি ভাঙার পর নাইটওয়াচম্যান খুররাম শাহজাদকে রাত পার করতে দেননি। তাকে শূন্যতে বোল্ড করেন হাসান। ৯ রানে ২ উইকেট হারায় পাকিস্তান। ওখানেই শেষ হয় তৃতীয় দিনের খেলা। ৩.৪ ওভার খেলে পাকিস্তান ১২ রানের পাওয়া লিড বাড়িয়ে নিয়েছে ২১-এ।