‘মনে হচ্ছিল অস্ট্রেলিয়া কিংবা ইংল্যান্ড পাকিস্তানের সঙ্গে খেলছে’

বাংলাদেশের টেস্ট ইতিহাসের অন্যতম সেরা সাফল্য এলো। রাওয়ালপিন্ডিতে দুই টেস্টেই পাকিস্তানকে তারা হারিয়েছে আধিপত্য দেখিয়ে। শুরুতে পথ হারালেও ঘুরে দাঁড়াতে সময় লাগেনি। ১০ উইকেটে জিতে সিরিজ শুরু। মঙ্গলবার ৬ উইকেটে হারিয়ে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করেছে সফরকারীরা। সাবেক পাকিস্তানি ব্যাটার আহমেদ শেহজাদের কাছে মনে হচ্ছিল, বাংলাদেশ নয়, পাকিস্তানের সঙ্গে খেলছিল অস্ট্রেলিয়া কিংবা ইংল্যান্ড!

নিজের ইউটিউব চ্যানেলে প্রকাশিত ভিডিওতে শেহজাদ বলেছেন, ‘বাংলাদেশ যে ধরনের ক্রিকেট খেলেছে, সেজন্য তাদেরকে টুপি খোলা অভিনন্দন। তারা যেভাবে ব্যাট করেছে, বোলিং করেছে, ফিল্ডিং কিংবা তাদের অধিনায়কত্ব, চার বিভাগেই তারা পাকিস্তানকে ছাপিয়ে গেছে। এটা ছিল দেখার মতো।’

ঘরের বাইরে এটি ছিল বাংলাদেশের তৃতীয় সিরিজ জয়। ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবুয়েতে সাদা পোশাকে সিরিজ জেতার সুখস্মৃতি আছে তাদের। কিন্তু এই জয় ছিল একেবারে আলাদা। পিছিয়ে পড়েও ঘুরে দাঁড়ানো, ব্যাটে-বলে অভাবনীয় পারফরম্যান্স এই জয়কে করে তুলেছে স্মরণীয়। 

শেহজাদ বললেন, ‘বাংলাদেশের বোলাররা সময়মতো যেভাবে উইকেট তুলে নিয়েছে, দেখে মনে হচ্ছিল অস্ট্রেলিয়া কিংবা ইংল্যান্ডের মতো কোনও দল খেলছে। বাংলাদেশকে অশ্রদ্ধা করে কথাটা বলছি না, আমি মনে করি তারা তাদের সেরা পারফরম্যান্স দেখিয়েছে।’

বাংলাদেশের পেসার নাহিদ রানাকেও প্রশংসায় ভাসালেন শেহজাদ, ‘নাহিদ রানার মতো একজন বোলারকের খুঁজে পেয়েছে তারা, আমি মনে করি সে বাংলাদেশের হয়ে অনেকদূরে যাবে। একটা কথা বললে ভুল হবে না যে বাংলাদেশের ইতিহাসে প্রথমবার তারা রানার মতো একজন বোলারকে পেয়েছে।’