Audi Boss Fabrizio Longo Died: পাহাড়ে চড়তে গিয়ে ১০,০০০ ফুট থেকে পড়লেন অডির ডিরেক্টর, ঘটনাস্থলেই মৃত্যু

অডি ইটালির ডিরেক্টর ফ্যাব্রিজিও লোঙ্গো প্রয়াত হয়েছেন। পাহাড়ে চড়ার বিশেষ শখ ছিল তাঁর। আর সেই পাহাড় থেকে পড়েই মারা গিয়েছেন তিনি। প্রায় ১০,০০০ ফুট থেকে তিনি নীচে পড়ে যান। আদামেলো পর্বতে চড়ছিলেন তিনি। একাই ছিলেন। আর সেখান থেকে পড়ে যান তিনি। 

এদিকে অপর এক সঙ্গী তাঁকে দেখতে পেয়েছিলেন যে তিনি চিৎকার করছেন। কিন্তু উদ্ধারকারী টিম যাওয়ার আগে মারা যান তিনি। সেই ২০১৩ সাল থেকে তিনি অডি ইটালির পরিচালক হিসাবে ছিলেন। 

সূত্রের খবর, তিনি স্টিলের কেবল, মই সহ অন্যান্য পাহাড়ে চড়ার উপযোগী সামগ্রী নিয়ে পাহাড়ে চড়ছিলেন। তবে একটি গিরিখাতের মধ্য়ে তার দেহ মিলেছে। প্রায় ৭০০ ফুট নীচে তিনি পড়ে যান। গোটা ঘটনার তদন্ত চলছে। 

ফ্যাব্রিজিও লোঙ্গো কে ছিলেন? 

১৯৬২ সালে জন্মেছিলেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬২ বছর। ১৯৮৭ সালে তিনি রাষ্ট্রবিজ্ঞান নিয়ে পড়াশোনা করেছিলেন। অটোমোটিভ ইন্ডাস্ট্রিতে তাঁর কেরিয়ার শুরু হয়েছিল। তিনি মার্কেটিং টিমে কাজ করতেন। এরপর তিনি ২০০২ সালে তিনি ল্যান্সিয়া ব্র্যান্ডের দায়িত্ব পান। ২০১২ সালে তিনি অডিতে যোগ দিয়েছিলেন। এরপর তিনি এক বছরের মধ্য়েই ডিরেক্টর হয়েছিলেন।