babar azam is a world class player, coach jason gillespie backs pakistans star batter to rediscover form

রাওয়ালপিণ্ডি: নিজেদের ঘরের মাঠে লজ্জার পারফরম্য়ান্স পাকিস্তানের। বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজে জঘন্য পারফর্ম করেছে পাক শিবির। ব্যাট হাতে এই সিরিজটি ভুলতে চাইবেন দলের অন্য়তম তারকা ব্যাটার বাবর আজম। গত বছর ওয়ান ডে বিশ্বকাপের সময় থেকেই খারাপ পারফরম্য়ান্স নিত্যসঙ্গী প্রাক্তন পাক অধিনায়কের। কিন্তু খাতায় কলমে দুর্বল বাংলাদেশের বিরুদ্ধেও যে এভাবে ভেঙে পড়বেন ডানহাতি পাক তারকা, তা বোধহয় নিজেও ভাবেননি। অবশ্য বাবরের পাশে দাঁড়ালেন জেসন গিলেসপি।

বিশ্বকাপজয়ী প্রাক্তন অজি পেসার বলছেন, ”বাবর আজম একজন বিশ্বমানের প্লেয়ার। ওর দক্ষতা সম্পর্কে আমরা সবাই জানি। আমি নিশ্চিত খুব তাড়াতাড়ি বাবরের থেকে বড় ইনিংস আমরা দেখতে পাব। বারবার অনেক কাছে গিয়ে ও বড় রান করতে পারেনি। কিন্তু বাবর ঠিক বড় রানে ফিরবে। আর সেটা খুব দ্রুতই দেখা যাবে।”

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিন টেস্টে খেলতে নেমে ২১ গড়ে ১২৬ রান করেছিলেন বাবর। বাংলাদেশের বিরুদ্ধে ৪ ইনিংসে ৬৪ রান করেছেন পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক। 

উল্লেখ্য়, ওয়ান ডে ক্রিকেটে আইসিসি ব়্যাঙ্কিংয়ে বাবর আজম (Babar Azam) ব্যাটারদের তালিকায় শীর্ষস্থান ধরে রেখেছেন। তারপরই আইসিসিকে একহাত নিলেন পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার বাসিত আলি। ২০২৩ সালের নভেম্বর থেকে একটিও একদিনের আন্তর্জাতিক খেলেননি বাবর। তা সত্ত্বেও এখনও শীর্ষস্থান তাঁরই দখলে। পরের তিনটি স্থানে রয়েছেন যথাক্রমে রোহিত শর্মা, শুভমন গিল এবং বিরাট কোহলি।

এই ব়্যাঙ্কিং দেখে প্রচণ্ড চটে গিয়েছেন পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার বাসিত আলি। চাঁচাছোলা ভাষায় বলেছেন, ‘আইসিসি চায় না বাবর ভাল খেলুক। তাই ওকে এক নম্বরে রেখে দিয়েছে।’ ব়্যাঙ্কিং পদ্ধতি নিয়েও প্রশ্ন তুলে দেন তিনি। অস্ট্রেলিয়ার ট্র্যাভিস হেড এবং নিউজিল্যান্ডের রচিন রবীন্দ্র এই তালিকায় না থাকায় অবাক পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার।

বাসিত বলেছিলেন, ‘আইসিসি ব়্যাঙ্কিংয়ে দেখি বাবর আজম এক নম্বরে রয়েছে। দ্বিতীয় স্থানে রয়েছে রোহিত শর্মা। তিন নম্বরে শুভমন গিল। চারে বিরাট কোহলি। আমি বাকি তালিকা দেখার প্রয়োজন মনে করিনি। কারণ আমি তালিকায় অস্ট্রেলিয়ার ট্র্যাভিস হেড এবং নিউজিল্যান্ডের রচিন রবীন্দ্রকে না দেখে বেজায় অবাক হয়েছি। আমার মনে হয় আইসিসি চায় না বাবর ভাল খেলুক। একদিনের ক্রিকেটে এক নম্বরে থেকেই ও সন্তুষ্ট থাকুক। কারা এইসব ব়্যাঙ্কিং বানায়? বাবর আজম এবং শুভমন গিল কিসের ভিত্তিতে তালিকায় রয়েছে?’ 

আরও দেখুন