IND vs AUS: বর্ডার-গাওস্কর ট্রফিতে কে হতে পারেন রাহানে-পূজারার বদলি? বিকল্প বেছে নিলেন কার্তিক

<p style="text-align: justify;"><strong>মুম্বই:</strong> চলতি বছরের শেষের দিকে <a title="ভারতীয় দল" href="https://bengali.abplive.com/topic/indian-cricket-team" data-type="interlinkingkeywords">ভারতীয় দল</a> অস্ট্রেলিয়া সফর করবে। বাংলাদেশের বিরুদ্ধে চলতি মাসের ১৯ তারিখ থেকে টেস্ট সিরিজ শুরু। তবে বছর শেষে বর্ডার-গাওস্কর ট্রফির দামামা ইতিমধ্যেই বেজে গিয়েছে। ২০১৪-১৫ মরশুমের পর থেকে ভারতীয় দল এই সিরিজে কখনও হারেনি। ২০১৮-১৯ ও ২০২০-২১ মরশুমেও অস্ট্রেলিয়ায় গিয়ে সিরিজ জিত এসেছে টিম ইন্ডিয়া। এবার ফের একবার সুযোগ ট্রফি ধরে রাখার। কিন্তু এই প্রথমবার গত ১০ বছরে ভারতীয় টেস্ট দলে দেখা যাবে না অজিঙ্ক রাহানে ও চেতেশ্বর পূজারাকে।&nbsp;</p>
<p style="text-align: justify;">শেষবার যখন ভারত বর্ডার-গাওস্কর ট্রফিতে জয় ছিনিয়ে নিয়েছিল, সেবার ভারতের অধিনায়ক ছিলেন রাহানে। দলের সিরিজ জয়ে মুখ্য ভূমিকা নিয়েছিলেন চেতেশ্বর পূজারাও। কিন্তু খারাপ পারফরম্য়ান্সের জন্য এই মুহূর্তে জাতীয় দলের গ্রহ থেকে অনেক দূরে ২ তারকা ব্যাটারই। যা পরিস্থিতি ভারতীয় দলে ফের সুযোগ পাওয়ার রাস্তাও মোটামুটি বন্ধই ৩৬ পেরনোর দুজনের কাছে। এই পরিস্থিতিতে কারা হতে পারেন এই দুজনের বিকল্প? প্রাক্তন ভারতীয় উইকেট কিপার ব্যাটার দীনেশ কার্তিক ২ জন তরুণ ক্রিকেটারকে বেছে নিয়েছেন।&nbsp;</p>
<p style="text-align: justify;">এক সাক্ষাৎকারে কার্তিক বলেন, ”শুভমন গিল ও সরফরাজ খান। ইংল্যান্ডের বিরুদ্ধে দুই ব্যাটারই দারুণ পারফর্ম করেছেন। এমনকী বছরের শুরুতেও ভাল পারফর্ম করেছেন। আমি নিশ্চিত অস্ট্রেলিয়া সফরের জন্য দুজনেই খেলার জন্য তৈরি। নিজেদের সেরা পারফর্ম করতে তৈরি। আমি নিশ্চিত ওঁরা দুজনে অজিঙ্ক ও পূজারার বিকল্প হতে পারে। দুই অভিজ্ঞ ক্রিকেটারের জায়গা পূরণ করা সহজ কাজ নয়। কিন্তু ওদের মধ্যে সেই ক্ষমতা আছে।”</p>
<p style="text-align: justify;">গত বছর টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলতে নেমেছিলেন রাহানে। সেবার ব্যাট হাতে ভাল পারফর্মও করেছিলেন। ওয়েস্ট ইন্ডিজ সফরেও খেলেছিলেন। পূজারাও। কিন্তু এরপর থেকেই জাতীয় দলের বাইরে দুজনে। অন্য়দিকে শুভমন গিল এখনও পর্যন্ত ২৫ টেস্ট খেলেছেন। ১৪৯২ রান করেছেন। ৩৫.৫২ গড়ে। ৪টি সেঞ্চুরি ও ৬টি অর্ধশতরান হাঁকিয়েছিলেন। অন্যদিক ৩ টেস্ট ম্য়াচ খেলতে নেমে সরফরাজ ২০০ রান করেছেন।</p>
<p style="text-align: justify;">অস্ট্রেলিয়ার মাটিতে ভারতের সাফল্য নির্ভর করছে যশস্বী জয়সওয়ালের ওপর, এমনটাই মনে করেন দু বারের বিশ্বকাপজয়ী প্রাক্তন অজি কোচ জন বুকানন। এক অনুষ্ঠানে অংশ নিয়ে বাঁহাতি ভারতীয় ওপেনার জানান,”জয়সওয়ালকে নিয়ে এখানে চারিদিকে আলোচনা হচ্ছে। ও অসম্ভব প্রতিভাবসম্পন্ন একজন তরুণ ক্রিকেটার। দুর্দান্ত ছেলে। ও এমন একজন যে বাকিদের কাছে উদাহরণ হয়ে উঠতে পারে। ও এখনও অস্ট্রেলিয়ার মাটিতে খেলতে নামেনি। পারথের বাউন্সি পিচে বোলারদের সম্মুখিন হয়নি এখনও।”&nbsp;</p>