মাদুরোর বিমান বাজেয়াপ্ত করেছে যুক্তরাষ্ট্র

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর ব্যবহৃত একটি বিমান জব্দ করেছে যুক্তরাষ্ট্র। সোমবার (২ সেপ্টেম্বর) মার্কিন বিচার বিভাগ জানিয়েছে, ক্রয় নিষেধাজ্ঞা লঙ্ঘন করে বিমানটি অবৈধভাবে ১ কোটি ৩০ লাখ ডলার দিয়ে কেনা হয়েছিল। এরপর এটিকে যুক্তরাষ্ট্র থেকে পাচার করা হয়েছিল। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

বিচার বিভাগের তথ্য অনুযায়ী, ফ্যালকন ৯০০-ইএক্স মডেলের বিমানটি ডমিনিকান প্রজাতন্ত্র থেকে জব্দ করা হয়। এরপর সেটিকে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা রাজ্যে স্থানান্তর করা হয়।

তবে বিমানটি কখন ও কীভাবে ডোমিনিকান রিপাবলিকে গিয়েছিল সেটি এখনো স্পষ্ট নয়।

যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা জানিয়েছেন, মাদুরোর সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা ২০২২ সালের শেষদিকে ও ২০২৩ সালের শুরুর দিকে ফ্লোরিডা ভিত্তিক একটি কোম্পানির কাছ থেকে বেআইনিভাবে বিমানটি কিনেছিলেন বলে তদন্তে উঠে এসেছে। নিজেদের সম্পৃক্ততা আড়াল করতে একটি ক্যারিবিয়ান শেল কোম্পানিকে ব্যবহার করেছিলেন তারা।

এরপর ২০২৩ সালে ওই বিমানটি অবৈধভাবে যুক্তরাষ্ট্র থেকে ক্যারিবিয়ান হয়ে ভেনেজুয়েলায় রপ্তানি করা হয়েছিল।

হোয়াইট হাউজের জাতীয় নিরাপত্তাবিষয়ক মুখপাত্র বলেছেন, ভেনিজুয়েলায় অপশাসনের বিষয়টি নিকোলাস মাদুরোকে উপলব্ধি করতে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

বিমানটি মাদুরো ব্যবহার করতেন বলে নিশ্চিত করেছে  ভেনিজুয়েলা সরকার। এক বিবৃতিতে তারা জানিয়েছে, বিমান জব্দ করার ঘটনাটি জলদস্যুতা ছাড়া আর কিছুই নয়। একে অবৈধ ও যুক্তরাষ্ট্রের অপরাধমূলক অনুশীলনের পুনরাবৃত্তি বলেও অভিযোগ করেছে ভেনিজুয়েলা।