বড় কোন টুর্নামেন্টে ট্রফি জেতার পর সেটি নিয়ে ঘুমানো সাম্প্রতিক সময়ে নিয়মিত ঘটনা হয়ে দাঁড়িয়েছে। অনেক অপেক্ষার পর ২০২২ বিশ্বকাপ জিতে ট্রফি নিয়ে ঘুমিয়েছিলেন লিওনেল মেসি। তাকে দেখা দেখি অনেকেই ট্রফি জিতে, সেটি নিয়ে ঘুমিয়েছেন। সর্বশেষ গত টি-টোয়েন্টি বিশ্বকাপে ট্রফি নিয়ে ঘুমান রোহিত শর্মা। এবার সেই পথেই হেটেছেন বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। বৈশ্বিক কোন ট্রফি না জিতলেও পাকিস্তানকে কোনঠাসা করে সিরিজ জয়ে শান্তর কাছে বিশেষ কিছুই। তাইতো সিরিজের ট্রফি জেতার রাতটা ট্রফি নিয়েই ঘুমিয়েছে বাংলাদেশের অধিনায়ক।
নিজের ফেসবুক পেজে শান্ত বুধবার সকালে ট্রফি নিয়ে ঘুমোনোর ছবি পোস্ট করেছেন। ক্যাপশনে লিখেছেন ‘শুভ সকাল।’ শান্তর এই পোস্টের পর কমেন্ট বক্সে হুমরি খেয়ে পড়েছেন ক্রিকেট ভক্তরা। কেউ কেউ নেতিবাচক মন্তব্য করলেও কারও কারও কাছে শান্তর এই ঘুমের ছবি হৃদয় ছুঁয়ে গেছে। বুধবার রাতে দেশে ফিরে সংবাদ মাধ্যমের কাছে ট্রফি নিয়ে ঘুমের গল্প শোনালেন, ‘সিরিজ জয়টা অনেক স্পেশাল ছিলো আমার কাছে। পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়, বাংলাদেশের সব থেকে বড় অর্জন। মুহুর্তটাকে ভালো ভাবে উপভোগ করার জন্য মনে হলো যে ট্রফিটা নিয়েই ঘুমাই। এটাই আর কি, কাউকে দেখে না … লিওয়েন মেসিকে দিয়ে শুরু হয়েছিলো…..।’
গত মার্চে শ্রীলঙ্কার কাছে বিধ্বস্ত হয়েছিলো বাংলাদেশ। চার মাস ব্যবধানে পাকিস্তানে গিয়ে ভিন্ন রূপ দেখালো শান্ত-লিটন-মুশফিকরা। খুব কম মানুষই পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের সিরিজ জয়ের ব্যাপারে আশাবাদী ছিলেন। অথচ এই পাকিস্তানকেই তাদের মাটিতে নাকানি-চুবানি খাইয়ে প্রথমবারের মতো টেস্ট জয়তো বটেই টেস্ট সিরিজ নিজেদের করে নিয়েছে বাংলাদেশ। এমন জয়ের পর ক্রিকেটাররা সবাই আনন্দ উচ্ছ্বাসে মেতেছিলেন। গত ২৪ ঘন্টার অভিজ্ঞতা বলতে গিয়ে শান্ত বলেছেন, ‘এইরকম অর্জনের পর স্বাভাবিক ভাবেই সেলিব্রেশনটা একটু অন্যরকম থাকে। জেতার পর ড্রেসিংরুমে সবাই সেলিব্রেট করেছে। হোটেলে যাওয়ার পরও সেলিব্রেশন থামেনি। পুরো জার্নিটাই আসলে আনন্দের ছিলো। পাকিস্তানে পুরো সময়টা আমরা অনেক উপভোগ করেছি। ‘