মহারাষ্ট্রের সিদ্ধুদুর্গে শিবাজির মূর্তি উন্মোচনের ৯ মাস পরই তা সদ্য ২৬ অগস্ট ভেঙে পড়ে যায়। ঘটনা নিয়ে তোলপাড় শুরু হয়। রাজনৈতিক তরজা তুঙ্গে যায়। শিবাজির মূর্তির এই ভেঙে পড়া মারাঠা রাজনীতিতেও বড় ঘটনা। এরই মাঝে মহারাষ্ট্রের ভূমিপুত্র তথা কেন্দ্রীয় মন্ত্রী নীতীন গডকরি শিবাজির মূর্তির ভেঙে পড়া নিয়ে একটি মন্তব্য করেছেন।
সদ্য এক অনুষ্ঠানে গিয়ে কেন্দ্রীয় মন্ত্রী নীতীন গডকরি বলেন, শিবাজির মূর্তি যদি স্টেইনলেস স্টিল দিয়ে তৈরি হত, তাহলে তা ভাঙত না। এই প্রসঙ্গে, তিনি মরচে ধরা নিয়েও নিজের বক্তব্য রাখেন। উল্লেখ্য, এর আগে, মহারাষ্ট্রের সিন্ধুদুর্গে নরেন্দ্র মোদী উদ্বোধন করেছিলেন শিবাজি মহারাজের মূর্তি। ৩৫ ফুটের সেই মূর্তি সদ্য ভেঙে গিয়েছে। এই প্রসঙ্গেই বক্তব্য রাখেন নীতীন গডকরি। তিনি মূলত, স্টেইনলেস স্টিল ব্যবহার করে ব্রিজ নির্মাণের বিষয়ে ওই সভায় বক্তব্য রাখছিলেন। নীতীন গড়করি বলেন,’ সমুদ্রের কাছাকাছি নির্মিত সেতু নির্মাণে স্টেইনলেস স্টিল ব্যবহার করা উচিত।’ একইসঙ্গে নীতীন গড়করি বলেন,’ আমি যখন মুম্বাইতে ৫৫টি ফ্লাইওভার নির্মাণ করছিলাম (মহারাষ্ট্রের মন্ত্রী হিসেবে), তখন এক ব্যক্তি আমার কাছে আসেন, তিনি আমাকে বোকা বানিয়েছিলেন। উনি একটি পাউডার কোটিং করে … সবুজ রঙের .. করে বলেছিলেন এতে মরচে ধরবে না। আমি বিশ্বাস করেছিলাম। মরচে ধরেছিল।’ একইসঙ্গে তিনি বলেন,’ছত্রপতি শিবাজীর মূর্তির জন্য যদি স্টেইনলেস স্টিল ব্যবহার করা হত, তাহলে তা কখনও ভেঙে পড়ত না।’ কেন্দ্রীয় মন্ত্রী বলেন, মুম্বইতে আপনি যতই ভালো কাজ করুন, সমুদ্রের পাশে যে বিল্ডিং রয়েছে, তাতে খুব শিগগির রাস্টিং পড়ে যায়।’
( Ganesh Chaturthi 2024 Date Time: গণেশ চতুর্থী ২০২৪ এ সবার্থ সিদ্ধি যোগ সহ একাধিক শুভ যোগ রয়েছে! দেখে নিন সময়কাল)
এদিকে, শিবাজির মূর্তি ভেঙে পড়া নিয়ে মূর্তির নির্মাণকারী জয়দীপ আপ্তেকে স্থানীয় পুলিশ নোটিস পাঠিয়েছে। ২৪ বছর বয়সী জয়দীপ আপ্তে মহারাষ্ট্রের কল্যাণ এর বাসিন্দা। সিন্ধুদুর্গের রাজকোট দুর্গের অন্দরে শিবাজির ৩৫ ফুটের মূর্তি ভেঙে পড়তেই গত ১০ দিন ধরে নিখোঁজ মূর্তির নির্মাণকারী আপ্তে। ওই ভাস্কর্য শিল্পী খুঁজতে মহারাষ্ট্রের মালবন পুলিশের সাতটি দল মোতায়েন করা হয়েছে। বিভিন্ন জেলার শীর্ষ আধিকারিকদের সমন্বয়ে আপ্তেকে খুঁজে বের করার জন্য দলগুলি একত্রিত হয়েছে।