Anustup Mazumdar to be awarded cricketer of the year Pranab Roy to be given lifetime achievement award by CAB

কলকাতা: ঘরোয়া ক্রিকেটে গত মরশুমে বাংলার ব্যাটিংয়ের সেরা ভরসা ছিলেন। চল্লিশ ছুঁই ছুঁই বয়সেও যাঁর ব্যাটে রানের রোশনাই। তরুণদের লজ্জা দিতে পারে তাঁর ধারাবাহিকতা।

সেই অনুষ্টুপ মজুমদারের (Anustup Mazumdar) সাফল্যকে স্বীকৃতি জানাতে চলেছে বঙ্গ ক্রিকেটের নিয়ামক সংস্থা সিএবি (CAB)। অনুষ্টুপের হাতে তুলে দেওয়া হবে বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার। আগামী ১৪ সেপ্টেম্বর সিএবির (CAB) বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বর্ষসেরা ক্রিকেটারের সম্মান তুলে দেওয়া হবে অনুষ্টুপের হাতে।

বিশেষ এই স্বীকৃতি আর জি কর কাণ্ডের নির্যাতিতাকে উৎসর্গ করছেন অনুষ্টুপ। তিনি বলেছেন, ‘আর জি কর হাসপাতালের  নৃংশংসতা এখনও বিশ্বাস হচ্ছে না। মহিলা চিকিৎসককে যেভাবে নারকীয়তার শিকার হতে হয়েছে, বাবা হিসাবে, স্বামী হিসাবে, মানুষ হিসাবে তা জেনে শিউরে উঠেছি। জানি না শেষ পর্যন্ত কী হবে। দোষীরা কঠোরতম শাস্তি পাবে কি না, সময় বলবে। তবে সিএবি-র বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার আর জি করের ওই নিহত মহিলা চিকিৎসককে উৎসর্গ করতে চাই। সেই সঙ্গে প্রার্থনা করব এরকম ঘটনা যেন শুধু এ রাজ্যে নয়, গোটা বিশ্বে যে আর না ঘটে।’ ১৪ সেপ্টেম্বর সিএবি-র বার্ষিক অনুষ্ঠানে “উই ওয়ান্ট জাস্টিস’ লেখা শার্ট বা টি শার্ট পরে যাওয়ার কথাও ভাবছেন অনুষ্টুপ।

গত কয়েক মরশুম ধরেই বাংলার সবচেয়ে ধারাবাহিক ক্রিকেটারের নাম হল অনুষ্টুপ মজুমদার। বাংলা যখনই বিপদে পড়েছে, তখনই ব্যাট হাতে ত্রাতা হয়ে আবির্ভূত হয়েছেন অনুষ্টুপ। গত মরশুমে রঞ্জি ট্রফিতে পাঁচশোর উপর রান করেছিলেন অনুষ্টুপ। রঞ্জি ট্রফিতে বাংলার হয়ে সবচেয়ে বেশি রানও ছিল তাঁরই। ৬০-এর উপর গড় রেখে রান করেছিলেন।

আজীবনের স্বীকৃতি হিসাবে জীবনকৃতি সম্মান পাচ্ছেন প্রাক্তন ক্রিকেটার তথা এক সময় জাতীয় নির্বাচক হিসাবে দায়িত্ব পালন করা প্রণব রায়। এছাড়া জেন্টলম‌্যান ক্রিকেটার অফ দ্য ইয়ার হিসাবে নির্বাচিত হয়েছেন দিল্লি ক্যাপিটালসের হয়ে আইপিএলে নজর কাড়া অভিষেক পোড়েল। গত বছর বার্ষিক অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিলেন নচিকেতা চক্রবর্তী। এবার রূপঙ্কর বাগচীর গানের অনুষ্ঠান করার চিন্তাভাবনা চলছে।              

আরও পড়ুন: আলোড়ন ভারতীয় ক্রিকেটে, ফের কোচ হচ্ছেন রাহুল দ্রাবিড়?

আরও দেখুন