Science News: বেতার তরঙ্গের কারণে স্বাস্থ্যের উপর কী কী কু-প্রভাব পড়তে পারে, তা নিয়ে একটি পর্যালোচনা করে দেখা গিয়েছে ব্রেন ক্যানসারের (Brain Cancer) পিছনে আদৌ মোবাইল ফোন কোনওভাবেই দায়ী নয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO Research) এই বিষয়ে সমীক্ষা করেছে এবং আজ বুধবার ৪ সেপ্টেম্বর এনভায়রনমেন্ট ইন্টারন্যাশনাল জার্নালে প্রকাশ পেয়েছে সেই সমীক্ষা।
সেখানে বলা হচ্ছে সাধারণভাবে মাথার বিপরীত দিকে রেখেই আমরা মোবাইল ফোন ব্যবহার করি, মাথার সামনের দিকে বা বিপরীত দিকে থাকে মোবাইল ফোন। সেই ফোন থেকে বেতার তরঙ্গ নির্গত হয়। এই তরঙ্গকে বলা হয় নন আয়োনাইজিং নিঃসরণ। মোবাইল ফোনকে ব্রেন ক্যানসারের কারণ হিসেবে এতদিন যে চর্চা চলেছে, তার পর্যালোচনায় এই দুটি বিষয় মূলত উঠে এসেছে।
বহুদিন ধরেই ব্রেন ক্যানসারের কারণ হিসেবে মোবাইল ফোনের প্রভাবকে দায়ী করার একটা সূক্ষ্ম সম্ভাবনা থেকেই যায়। মোবাইল ফোন, ওয়্যারলেস প্রযুক্তিগত সরঞ্জাম আজকাল আমাদের জীবনের অঙ্গাঙ্গী জুড়ে গিয়েছে। আর তাই এই সমস্ত যন্ত্র থেকে যে বেতার তরঙ্গ নিঃসৃত হয় তা আমাদের শরীরের উপর কোনও খারাপ প্রভাব ফেলে কিনা তা দেখার দায়ভার বর্তায় বিজ্ঞানের উপর। আর এই বিষয়েই সম্প্রতি বিশ্ব স্বাস্থ্য সংস্থার একটি সমীক্ষা জানাল, ব্রেন ক্যানসারের সঙ্গে মোবাইল ফোন ব্যবহারের কোনও সংযোগ নেই।
WHO-এর এই সমীক্ষায় বিজ্ঞানীমহলে ঐকমত্য সত্ত্বেও মাঝে মধ্যে বেশ কিছু আলোচনায় উঠে এসেছে মোবাইল ফোনের বেতার তরঙ্গের কারণে ব্রেন ক্যানসারের ত্বরান্বিত হওয়ার ইঙ্গিত। ২০১১ সালে IARC বেতার তরঙ্গকে মানব স্বাস্থ্যেরর জন্য কার্সিনোজেনের তকমা দিয়েছিল, আর এই ঘটনার কারণে ব্রেন ক্যানসার মোবাইল ফোনের ব্যবহার নিয়ে আরও গবেষণা, পর্যালোচনা শুরু হয়।
তবে বর্তমানে WHO-এর এই সমীক্ষা এখনও পর্যন্ত সবথেকে বেশি তথ্যপ্রমাণ সমৃদ্ধ। এতে ৫ হাজার স্টাডি উল্লেখিত হয়েছে যার মধ্যে ৬৩টি গবেষণাপত্র প্রকাশিত হয়েছে ১৯৯৪ থেকে ২০২২ সালের মধ্যে। আর এই সমীক্ষায় স্পষ্টই বলা হয়েছে, একজন ব্যক্তি যদি ১০ বছর বা তার বেশি সময় ধরে মোবাইল ফোন ব্যবহার করেন, তাহলেও তার ব্রেন ক্যানসারের সঙ্গে কোনও সম্পর্ক নেই। কতক্ষণ তারা মোবাইল ব্যবহার করছে, কতক্ষণ ফোনে কথা বলছে তার সঙ্গেও ব্রেন ক্যানসারের কোনও সংযোগ নেই। আগের গবেষণার সঙ্গে তাল মিলিয়ে এই নতুন সমীক্ষাতেও বলা হয়েছে বিগত কয়েক দশক ধরে মোবাইল ফোনের মত ওয়্যারলেস প্রযুক্তির সরঞ্জাম ব্যবহারের প্রবণতা যে হারে বেড়েছে, সেভাবে ব্রেন ক্যানসারে আক্রান্ত হওয়ার ঘটনা বাড়তে দেখা যায়নি।
সমীক্ষায় এও বলা হয়েছে, স্বাস্থ্যের সুরক্ষার জন্য দেশীয় ও আন্তর্জাতিক স্তরে মোবাইল ফোনের ক্ষেত্রে কিছু সেফটি লিমিট রয়েছে, এই লিমিটের মধ্যেই খুব লো-লেভেল রেডিও ওয়েভ নিঃসরণ করে মোবাইল ফোন। ফলে এর কারনে মানব স্বাস্থ্যের উপর কোনও প্রভাব পড়েছে এমন উদাহরণ পাওয়া যায়নি।
আরও পড়ুন: Amazon River: অনাবৃষ্টির দোসর খরা, শুকিয়ে যাচ্ছে পৃথিবীর বৃহত্তম নদী আমাজন
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )
Calculate The Age Through Age Calculator
আরও দেখুন