গড়িয়ায় ‘রাত দখলের’ কর্মসূচিতে মহিলাদের কটূক্তি করার অভিযোগে বেধড়ক মরধর করা হল এক ব্যক্তিকে। শুধু তাই নয়, অভিযোগ উঠেছে যে অফিস-ফেরত এক মহিলাকে নোংরাভাবে টাকা ‘অফার’ করেছে ওই ব্যক্তি। অন্যান্য মহিলাদের কটূক্তি করছিল। মহিলাদের হেনস্থা করছিল বলেও অভিযোগ উঠেছে। তারপরই ওই ব্যক্তিকে ঘিরে বেধড়ক মারধর করা হয়। তুমুল উত্তেজনা ছড়িয়ে পড়ে গড়িয়ায়। ক্ষিপ্ত জনতার হাত থেকে তাকে উদ্ধার করতে গিয়ে বেগ পেতে হয় পুলিশকে। কোনওক্রমে অভিযুক্ত ব্যক্তিকে ধরে নিয়ে যায়। তার জেরে পুলিশের উপরও ক্ষিপ্ত হয়ে যান একাংশ। পুলিশের গাড়ি ধরে বিক্ষোভ দেখানো হয়। প্রত্যক্ষদর্শীদের দাবি, ওই ব্যক্তি মদ্যপ অবস্থায় ছিল।
‘মহিলাদের কটূক্তি, টাকার প্রস্তাব ১ জনকে’
আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে তরুণী চিকিৎসকের (স্নাতকোত্তরের দ্বিতীয় বর্ষের ছাত্রী) ধর্ষণ এবং খুনের ঘটনার বিচার চেয়ে বুধবার রাতে রাস্তায় নামেন পশ্চিমবঙ্গের মানুষ। গড়িয়া মোড়ে সেরকমই মিছিল চলছিল। মহিলাদের ‘রাত দখল’ কর্মসূচির মধ্যেই এক ব্যক্তি ঢুকে আসে বলে অভিযোগ উঠেছে। অভিযোগ উঠেছে যে মহিলাদের কটূক্তি করতে থাকে ওই ব্যক্তি। এমনকী অফিস থেকে আসার পথে মিছিলে যোগ দেওয়া এক মহিলাকে টাকার প্রস্তাব দেওয়ার অভিযোগ উঠে।
আরও পড়ুন: ‘Police offered money to RG Kar Doctor Family’: ‘ঘরে মেয়ের দেহ, গলিতে ঢুকিয়ে টাকা দিতে চাইছিল পুলিশ’, ‘জবাব’ দেন বাবা
পুলিশের উপরে গিয়ে পড়ে ক্ষোভ
তারপরই ওই ব্যক্তিকে ধরে মারধর করা হতে থাকে। বেধড়ক মারধর করতে থাকেন স্থানীয় বাসিন্দারা। কোনওক্রমে ওই ব্যক্তিকে উদ্ধার করে নিয়ে যায়। তাতে একাংশের রাগ গিয়ে পড়ে পুলিশের উপরে। তাঁরা পুলিশের উপরেই ক্ষোভপ্রকাশ করতে থাকেন। এমনকী পুলিশের গাড়ি ঘিরে তুমুল বিক্ষোভ দেখানো হতে থাকে। পুলিশের হাত থেকে ওই ব্যক্তিকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন স্থানীয় বাসিন্দারা।
আরও পড়ুন: Father on RG Kar Doctor’s last rites: ‘মেয়ে ভেবেছে, বাপি কটা টাকাও দিতে পারল না’, দেহ সৎকারের ঘটনায় উত্তর খুঁজছেন বাবা