Indian Airforce Latest:হ্যাল-র থেকে ২৬ হাজার কোটি ব্যয়ে সুখোই ৩০ এর ইঞ্জিন কিনছে বায়ুসেনা, সরবরাহ চলবে ৮ বছর ধরে

ভারতের প্রতিরক্ষা সম্ভার আরও শক্তিশালী করতে তৎপরতা বাড়াল কেন্দ্র। সদ্য, মন্ত্রিসভার কমিটির তরফে সুখোই এমকেআই ৩০এর ইঞ্জিন কেনার জন্য ছাড়পত্র দেওয়া হয়েছে। মোট ২৪০ টি এয়রো ইঞ্জিন কেনা হবে হিন্দুস্তান এয়রোনটিক্যাল লিমিটেড- হ্যাল-এর থেকে। বিষয়টি নিয়ে প্রতিরক্ষা মন্ত্রকের তরফে দেওয়া হয়েছে ছাড়পত্র।

প্রতিরক্ষা মন্ত্রকের তরফে জানানো হয়েছে, হ্যালের থেকে এই এয়রো ইঞ্জিন কেনার বিষয়টি, বায়ুসেনার প্রয়োজনীয়তাকে পূরণ করবে, এছাড়াও সেনার অপারেশনগুলি বিনা বাধায় এরফলে এগোতে পারবে, যা প্রতিরক্ষা ক্ষেত্রে প্রস্তুতিকে চাঙ্গা করবে। এই এয়রো ইঞ্জিনগুলি হল AL-31FP। এই AL-31FP আগামী বছর থেকে সরবরাহ শুরু করবে হিন্দুস্তান এয়রোনটিক্যাল লিমিটেড। এই সরবরাহের প্রক্রিয়া টানা ৮ বছর ধরে চলবে। অষ্টম বছরে সম্পূর্ণ হবে এই ইঞ্জিন সরবরাহের প্রক্রিয়া। দেশে তৈরি মোট ৫৪ শতাংশ উপাদান দিয়ে এই ইঞ্জিন তৈরি হবে বলে জানিয়েছে প্রতিরক্ষা মন্ত্রক। উল্লেখ্য, গত কয়েক বছরে সুখোই ঘিরে নানান দুর্ঘটনা ঘটেছে। ফলে ভেঙে গিয়েছে বিমান। বর্তমানে বায়ুসেনা ২৬০ টি সুখোই ৩০ বিমান চালায়। আরও ১২ টি নতুন যুদ্ধবিমান তারা পাবে। 

( High Court: জ্যোতিপ্রিয়র স্বাস্থ্য পরীক্ষার রিপোর্টে সংশয়! HCর দ্বারস্থ ইডি, আজ বিকেল ৩টের মধ্যে কী জানাতে বলল কোর্ট?)

(Woman seat Reservation: রাজ্যের সরকারি-বেসরকারি সব বাসেই মহিলাদের জন্য় আসন সংরক্ষিত হতে চলেছে! পদক্ষেপ শুরু )

এদিকে, জানা গিয়েছে, সুখোই ৩০র জন্য যে ইঞ্জিন তৈরি করতে বলা হয়েছে, তা ওড়িশায় হ্যালের কোরাপুট ডিভিশনে তৈরি হবে। এই ইঞ্জিন নির্মাণে প্রযুক্তি আসছে রাশিয়া থেকে। আর কোরাপুটে কাঁচামাল সরবারহের পর্যায় থেকে শুরু হবে কাজ। তবে এই ইঞ্জিন নির্মাণে কিছু অংশ বাইরের দেশ থেকে আমদানি করা হবে বলেও খবর। এর আগে, হ্যালের কোরাপুট ডিভিশন 113 AL-31FP ইঞ্জিন সরবরাহ করেছিল ভারতীয় বায়ুসেনাকে। হ্যাল অনুমান করে যে IAF-এর সমগ্র Su-30 ফ্লিটের জীবনকালের মধ্যে প্রায় ৯০০ টি ইঞ্জিনের প্রয়োজন হবে। শুধু যে সুখোই ৩০ এর ইঞ্জিনই হ্যাল সরবরাহ করছে তা নয়। এরই সঙ্গে বেশ কয়েকটি সুখোই ৩০ কে উন্নতও করতে চলেছে হ্যাল। যার মোট খরচ পড়বে ৬৫ হাজার কোটি। এই যুদ্ধ বিমানে সেক্ষেত্রে সংযুক্ত হতে চলেছে উন্নতমানের ব়্যাডার। গত সপ্তাহে, HAL আরাবল্লী নামে একটি নতুন ইঞ্জিনের যৌথ নকশা, উন্নয়ন এবং উৎপাদনের জন্য SAFHAL হেলিকপ্টার ইঞ্জিনের সাথে একটি চুক্তি স্বাক্ষর করেছে।